Malda: প্রধান সহ ছয় সদস্য তৃণমূলে, মালদার মানিকচকে কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত
কংগ্রেসের গড়ে আবারও ফাটল ধরাল তৃণমূল। মালদার মানিকচকে শোভানগর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল হাত শিবির
অভিজিৎ চৌধুরী, মালদা: প্রধান-সহ ৬ সদস্য যোগ দিলেন তৃণমূলে। মালদার মানিকচকে কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত। ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির। উন্নয়নে সামিল হতেই কংগ্রেস ত্যাগ। জানালেন পঞ্চায়েত প্রধান।
কংগ্রেসের গড়ে আবারও ফাটল ধরাল তৃণমূল। মালদার মানিকচকে শোভানগর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল হাত শিবির। বুধবার প্রধান-সহ তিন জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। একই পথে হেঁটেছেন আরএসপি, সিপিএম ও নির্দলের তিন সদস্যও।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।
শোভানগর পঞ্চায়েতের তৃণমূলে যোগদানকারী কংগ্রেস প্রধান রাখি রায় বলেছেন, মমতাদির উন্নয়নের কাজ দেখে ওই পার্টিতে গেছি। নিজের ইচ্ছাতেই যোগদান করেছি।
২০১৮-র নির্বাচনে, ১৮ আসনের শোভানগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস পেয়েছিল ৯ আসন।তৃণমূল পায় ৬আসন। এছাড়া সিপিএম, আরএসপি ও নির্দল একটি করে আসনে জিতেছিল।দলবদলের পর তৃণমূলের সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হল ১২। অন্যদিকে কংগ্রেসের সদস্য সংখ্যা ৯ থেকে কমে দাঁড়াল ৬।
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন, উন্নয়নে সামিল হতে বিরোধী সদস্যরা দলে যোগ দিয়েছেন।এতে দল আরও মজবুত হবে। যাঁরা এসেছেন, তাঁদের মন দিয়ে দলটা করতে হবে।
যদিও কংগ্রেসের জেলা সভাপতির পাল্টা অভিযোগ, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। তাঁর দাবি, এর ফলে কংগ্রেসে কোনও প্রভাব পড়বে না।
এদিকে, এদিনই মালদা জেলারই বামন গোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। সেই এলাকায় আগে বিজেপির পঞ্চায়েত সমিতি ছিল। কিন্তু এবার সেই পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল বিজেপির। তবে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। তবে পালটা নিজেদের বক্তব্য রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের তরফে থেকে বলা হয়েছে যে বাংলার উন্নয়নে শামিল হতেই বিজেপি সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন।