নিয়োগ তালিকায় বড়সড় 'বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্য ভবনে বিভিন্ন চিকিৎসক সংগঠনের বিক্ষোভ-ডেপুটেশন
সার্ভিস ডক্টরস ফোরামের অভিযোগ, সম্প্রতি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে মেডিকেল এডুকেশন সার্ভিসে আরএমও পদে নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা একথায় নজিরবিহীন। এই নিয়োগ প্রক্রিয়ায় একদিকে কিছু কিছু বিষয়ে স্নাতকোত্তর (এমডি/ এমএস) প্রার্থী থাকা সত্ত্বেও সদ্য পাশ করা এমবিবিএস প্রার্থীদের বাছাই করা হয়েছে।
![নিয়োগ তালিকায় বড়সড় 'বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্য ভবনে বিভিন্ন চিকিৎসক সংগঠনের বিক্ষোভ-ডেপুটেশন Health Recruitment 2021: corruption in recruiting process, protest near Health Department of Bengal নিয়োগ তালিকায় বড়সড় 'বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্য ভবনে বিভিন্ন চিকিৎসক সংগঠনের বিক্ষোভ-ডেপুটেশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/20/3130ced58d7fcc29b4a1951c27ab5f35_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে চিকিৎসক নিয়োগে বড়সড় বেনিয়মের অভিযোগ উঠেছে। ১৫ ফেব্রুয়ারি ৬৪৭ জন চিকিৎসক-অধ্যাপকের যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছে তাতে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। একই চিকিৎসকের নাম ওই তালিকায় ভিন্ন ভিন্ন বিভাগের বিশেষজ্ঞ হিসেবে রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে শুক্রবার স্বাস্থ্য ভবনে চলল বিভিন্ন চিকিৎসক সংগঠনের দফায় দফায় বিক্ষোভ ও ডেপুটেশন। চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, এর ফলে বহু যোগ্য, উচ্চশিক্ষিত প্রার্থীকে বঞ্চিত হতে হয়েছে।
সার্ভিস ডক্টরস ফোরামের অভিযোগ, সম্প্রতি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে মেডিকেল এডুকেশন সার্ভিসে আরএমও পদে নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা একথায় নজিরবিহীন। এই নিয়োগ প্রক্রিয়ায় একদিকে কিছু কিছু বিষয়ে স্নাতকোত্তর (এমডি/ এমএস) প্রার্থী থাকা সত্ত্বেও সদ্য পাশ করা এমবিবিএস প্রার্থীদের বাছাই করা হয়েছে।
অন্যদিকে কিছু কিছু চিকিৎসককে একাধিক বিষয়ে নির্বাচন করা হয়েছে। একজন সদস্য দেখা যাচ্ছে তেরোটি বিভাগে আরএমও পদে নির্বাচিত হয়েছে। আরো অনেকে একাধিক বিষয়ে নির্বাচিত হয়েছেন। ফোরামের অভিযোগ, এই সব সদস্যদের মধ্যে বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের ঘরের ছেলে মেয়েরা ও রয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকেও এই ধরনের দুর্নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। এই নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত রেখে অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ এবং উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বদলি নীতি চালুর দাবি করা হয়।
অভিযোগ, নদিয়ার বগুলায় বাসিন্দা এক এক প্রার্থীর তালিকায় নাম রয়েছে ১৩টি জায়গায়। কখনও তিনি মাইক্রোবায়োলজিস্ট, কখনও নিউরোমেডিসিন। এছাড়া, নেফ্রোলজিস্ট, জেরিয়াট্রিক মেডিসিন, হেমাটোলজিস্ট, হেপাটোলজিস্ট, ফার্মাকোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওলজিস্ট, ইউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, বায়ো কেমিস্ট্রি ও কমিউনিটি মেডিসিন বিভাগে তালিকায় নাম রয়েছে অর্পিতা বায়েনের। প্রতিটি ক্ষেত্রেই জন্ম তারিখ এবং বাবার নাম এক।
একই ঘটনা ঘটেছে মানিকতলার বাসিন্দা অন্য একজনের ক্ষেত্রেও নাম রয়েছে, নেফ্রোলজি, নিউরো সার্জারি, ইউরোলজি, এই তিনটি বিভাগে। বেহালার এক বাসিন্দার নাম তালিকায় রয়েছে ৭ বার। তাঁর নাম রয়েছে এন্ডোক্রিনোলজি, হেমাটোলজি, নিওন্যাটোলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টেরোলজি, পেডিয়াট্রিক মেডিসিন ও রিউম্যাটোলজি বিভাগে।
এ বিষয়ে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব তুষার পাঠক জানিয়েছিলেন, ‘আবেদন করতে স্পেশালাইজড ডিগ্রি লাগে না। শুধুমাত্র এমবিবিএস-রাও একাধিক পদে আবেদন করতে পারেন। প্রতিবারই এমন ঘটনা ঘটে। নতুন কিছু নয়।’
আর, চেয়ারম্যান প্রবীরকুমার শূরের মতে এতে কোনও অনিয়ম নেই। একজন এমবিবিএস একাধিক বিভাগে আবেদন করতে পারেন। তবে তাঁর নিয়োগ হবে একটিমাত্র বিভাগেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)