Manipur Violence : মণিপুরে বড় রদবদল ! মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং
ABP Ananda LIVE : হিংসাবিধ্বস্ত মণিপুরে (Manipur Violenc) এবার বড় রদবদল। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং (Biren Singh Resigns)। রবিবার রাজধানী ইম্ফলে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হলেন সিং।
সূত্রের খবর, মণিপুরে শাসক বদলাতে বিজেপি বিধায়কদের সমর্থন আদায়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বিজেপির এই বিধায়করাই সিংয়ের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ইতিমধ্যেই রাজ্যের এই পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা।
এদিন পদত্যাপত্রে সিং বলেছেন, “ মণিপুরের জনগণের সেবা করা সম্মানের বিষয়। প্রতিটি মণিপুরীর স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ, হস্তক্ষেপ ও উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।" আজ বিজেপির উত্তর-পূর্ব মণিপুরের ইনচার্জ সম্বিত পাত্র, রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং কমপক্ষে ১৯ জন বিধায়ক সিংয়ের সঙ্গে ছিলেন।



















