Jawad Update: রাত পেরিয়ে সকালেও টানা বৃষ্টি, জলমগ্ন শহরের একাংশ
Jawad Update News: দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে পরিণত হয়েছে নিম্নচাপে (Depression)। অবস্থান বদলে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে জওয়াদ। গতকাল সন্ধে নাগাদ পৌঁছে যায় পুরীর (Puri) কাছাকাছি।
কলকাতা: গভীর নিম্নচাপে (Depression) পরিণত হয়ে পুরী (Puri) পেরিয়ে উত্তর-পূর্বের (North East) দিকে জওয়াদ (Jawad)। রাত পেরিয়ে সকালেও টানা বৃষ্টি (Rainfall) কলকাতা-সহ (Kolkata) বিভিন্ন জেলায়।
ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) জওয়াদ (Jawad)। দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে পরিণত হয়েছে নিম্নচাপে (Depression)। অবস্থান বদলে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে জওয়াদ। গতকাল সন্ধে নাগাদ পৌঁছে যায় পুরীর কাছাকাছি। শক্তি খুইয়ে তার অভিমুখ ওড়িশা উপকূল থেকে বাংলা উপকূলের দিকে। জওয়াদের প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বর্ষণ।
আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হবে। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় সোমবার বাংলাদেশ (Bangladesh) লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।
নিম্নচাপের বৃষ্টিতে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় জল জমেছে। লালবাজার (Lalbazar) ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি জায়গা জলমগ্ন। ঠনঠনিয়া, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, এমজি রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের একাংশে জল রয়েছে। জল জমেছে উত্তর বন্দর থানার সামনেও। জল জমে থাকায় সকাল থেকে ওই সমস্ত এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই জল জমে মধ্য কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে। এবারও একই ছবি। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশেও। বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (Indian Statistical Institute) কাছে বিটি রোডের একাংশেও জল জমেছে। জল জমেছে টবিন রোড, ঘোষপাড়া রোডেও। জমা জলে সমস্যায় স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Alipurduar News: সৌরকণার সন্ধানে সৌভিক, গবেষণায় নাসা যাচ্ছেন আলিপুরদুয়ারের বঙ্গসন্তান