Dhankhar Vs Mamata : 'রাজভবনে এক রাজা বসে আছেন', গোয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে ট্যুইটে সরব ধনকড়, লিখলেন ...
Jagdeep Dhankhar Mamata Banerjee war of words : মুখ্যমন্ত্রী ক্রমাগত "কর্তব্য" লঙ্ঘন এবং আমলাতন্ত্রকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করে চলেছেন। ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপালের পরপর ট্যুইট।
কলকাতা : ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপালের পরপর ট্যুইট। বর্ষশেষেও রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এবার গোয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ নিজের ট্যুইটার হ্যান্ডেলে তুলে ধরে কটাক্ষ করেন রাজ্য পাল। জগদীপ ধনকড় লেখেন, ১৬ ডিসেম্বর গোয়ায় রাজনৈতিক সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে এক রাজা বসে আছেন ( “राज भवन में ऐक राजा बैठता है”)। এই মন্তব্য অত্যন্ত নিন্দাজনক এবং রাজ্যপালের পক্ষে অবমাননাকর। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না। গণতন্ত্রের উন্নতির জন্য রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। বাংলায় তা হচ্ছে না। আলোচনার জন্য বসতে চেয়েও সাড়া মেলেনি। এই মুহূর্তে রাজ্য প্রশাসনের অবস্থা উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর উচিত, সংবিধান ও আইন মেনে চলা। ' গত ১৩ ডিসেম্বর গোয়া সফরে গিয়ে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার থেকে উন্নয়ন, ধর্ম নিয়ে রাজনীতি থেকে সরকারি প্রকল্প, গোয়ার মাটি থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তিনি টেনে আনেন ধনকড়-প্রসঙ্গও। সেই ভিডিওটিই শেয়ার করে কটাক্ষ করছেন রাজ্যপাল।
Stunned @MamataOfficial “राज भवन में ऐक राजा बैठता है”stance, while on a political visit to Goa- unexpected act of impropriety
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021
On Dec 16 urged CM for interaction as constitutional functionaries must act in harmony to serve people.
No response-why no dialogue & deliberation ! pic.twitter.com/y6yOnJ7e8J
এখানেই থামেননি ধনকড় ! আরও দুটি ট্যুইট করেন তিনি। @AITCofficial ও @MamataOfficial -কে ট্যাগ করে তিনি লেখেন, তাঁর উদ্দেশে নানারকম অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে। আরেকটি ট্যুইটে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ক্রমাগত "কর্তব্য" লঙ্ঘন এবং আমলাতন্ত্রকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করে চলেছেন। এই প্রসঙ্গে রাজ্যপাল সংবিধানে ১৬৬ ও ১৬৭ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গও টেনে এনেছেন ।
Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021
Governance needs massive uplift to be in accord with constitution.