Mamata on KMC Election: পেরে উঠছে না, তাই নাটক করছে , পুরভোটে হিংসা নিয়ে বললেন মমতা
Mamata on KMC Election: দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুরভোট হচ্ছে কলকাতায়। মমতার বক্তব্য, “উৎসবের মতো ভোট হচ্ছে। গণতন্ত্রে ভোট হচ্ছে গণ উৎসব। আমরা এটাই চেয়েছিলাম। ভাল ভাবেই ভোট হচ্ছে।”
কলকাতা: সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার খবর উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে। গুন্ডা নামিয়ে তৃণমূল (TMC) ভোট করাচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু প্রতিযোগিতায় পেরে না উঠেই এই ধরনের নাটক সাজানো হচ্ছে বলে এ বার মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, এসবের কোনও গুরুত্ব নেই। তাই এড়িয়ে যাওয়াই ভাল।
রবিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান মমতা। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। হিংসার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে বলেন, “নিজেরা পেরে উঠছে না বলে এ সব নাটক করছে। এসব এড়িয়ে যাওয়াই ভাল।”
দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুরভোট হচ্ছে কলকাতায়। তা নিয়ে হিংসার অভিযোগ উঠে এলেও, মমতার বক্তব্য, “উৎসবের মতো ভোট হচ্ছে। গণতন্ত্রে ভোট হচ্ছে গণ উৎসব। আমরা এটাই চেয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, ভাল ভাবেই ভোট হচ্ছে।”
আরও পড়ুন: পেরে উঠছে না, তাই নাটক করছে , পুরভোটে হিংসা নিয়ে বললেন মমতা
উল্লেখ্য, ভবানীপুরের অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতার ভ্রাতুষ্পুত্র কাজরী বন্দ্যোপাধ্যা (Kajari Banerjee)। মিত্র ইনস্টিটিউশনও ৭ নম্বর ওয়ার্ডেই পড়ছে। এ দিন কাজরীকে সঙ্গে নিয়েই সেখানে ভোট দিতে যান মমতা।
রবিবার কলকাতার ১৪৪টি আসনে পুরভোট হচ্ছে। দুপুর ৩টে পর্যন্ত সবমিলিয়ে ৫২ শতাংশ ভোট পড়েছে। কিন্তু একাধিক জায়গা থেকে হিংসার খবর উঠে এসেছে। খিদিরপুর সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান বুথে গিয়ে আক্রান্ত হয়েছেন। সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, খিদিরপুরে সুবিধা করতে পারবে না জেনেই বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে দিয়েছে তৃণমূল। বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন ফৈয়াজ।
অন্য দিকে, বিজেপি-র তরফেও তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলা হচ্ছে। জয়প্রকাশের সঙ্গে বিধাননগরে পুলিশের বচসা এবং ধস্তাধস্তি বেঁধেছে। বিধাননগরে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন হয়েছে পুলিশ। বিজেপি বিধায়কদের সেখান থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।