Kolkata Municipal Election 2021 : "৩ ঘণ্টা দেখব, ভোট লুঠ হলে ঘেরাও করব কমিশন", হুঁশিয়ারি শমীকের
bjp leader Shamik Bhattacharya warns : কাল কলকাতা পুরভোট। তার আগে চড়ছে রাজনৈতিক পারদ। ভোট লুঠের আশঙ্কা করছে বিজেপি...
কলকাতা : কাল কলকাতা পুরভোট। তার আগে চড়ছে রাজনৈতিক পারদ। ভোট লুঠের আশঙ্কা করছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের হুঁশিয়ারি, "৩ ঘণ্টা দেখব। ভোট লুঠ হলে ঘেরাও করব রাজ্য নির্বাচন কমিশন। ভোট লুঠ হলে সিটকে দিয়ে তদন্ত করাতে বলব।"
কাল পুরভোট। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নিরাপত্তায় থাকছে ২৩ হাজার ৫০০ পুলিশ। আজ থেকেই চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১। এদিকে 'ভোটের সুরক্ষা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে হবে।' এই মর্মে ডিজি ও সিপিকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বকেয়া পুরভোট নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করে কমিশন।
পুরসভার (kmc) ভোট (election) উপলক্ষে নরেন্দ্রপুর (narendrapur) থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বার গুলিতে নাকা চেকিং। ঢালাই ব্রিজ ও গড়িয়া (garia) শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি গাড়ি ও বাইক চেকিং করছে পুলিশ। সারারাত ধরেই কলকাতা (kolkata police) পুলিশের সাথেও যৌথভাবে এইসব এলাকায় নাকা চেকিং চালানো হয় বলে বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে।
কলকাতার অন্যতম গেটওয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। পুরভোটের আগে বহিরাগতদের প্রবেশ আটকাতে গাড়ি থামিয়ে তল্লাশি কলকাতা (Kolkata Police) ও হাওড়া পুলিশের (Howrah Police)। চিংড়িঘাটা (Chingraghata) এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) ও কলকাতা পুলিশের। বাইক থামিয়ে পরীক্ষা করা হচ্ছে নথি। নিউ মার্কেট (New Market) এলাকার বিভিন্ন হোটেলে পুলিশের তল্লাশি অভিযান। বহিরাগতরা আশ্রয় নিয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও চলছে পুলিশের নজরদারি। বিধাননগর ও কলকাতার সীমানা এলাকায় বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি। বাইক আরোহী ও পথচলতি মানুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। নরেন্দ্রপুর থানার তরফে কলকাতায় ঢোকার জায়গাগুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রিজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রতিটি গাড়ি ও বাইকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।