KMC Election 2021: 'খেলা হবে' স্লোগান হাতিয়ার করেই প্রচারে নামলেন পরেশ পাল
KMC Elections 2021: খেলা হবে স্লোগান দিয়ে পুরভোটের (kmc Election) প্রচারে নেমে পড়লেন কলকাতা ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল। প্রচারে বেরিয়ে কাঁকুড়গাছিতে ফুটবলও খেলেন তিনি।
কলকাতা: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। চারিদিকে সব প্রার্থীরাই তাঁদের প্রচারে নেমে পড়েছেন পুরোদমে। এবার ''খেলা হবে'' স্লোগান নিয়েই এবার পুরভোটের প্রচারে নেমে পড়লেন পরেশ পাল। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি। প্রচারে বেরিয়ে কাঁকুড়গাছি অঞ্চলে ফুটবলও খেলেন তিনি।
এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। নেতা ধরলেই টিকিট মিলবে না। পারফরম্যান্সই শেষ কথা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। ভাইরাল ভিডিওয় তাঁর সাফ কথা ভোটে বলপ্রয়োগ করা যাবে না। তৃণমূল নাটক করছে, খোঁচা বিজেপির।
সামনেই পুরভোট। তার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক স্পষ্ট করে দিলেন, প্রার্থী হওয়ার জন্য নেতা ধরা যাবে না। পারফরম্যান্সই সব। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওয়, নারায়ণ গোস্বামীর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে জেলা রাজনীতিতে।
ঠিক কী বলেছেন তিনি?