Kolkata Accident: চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত ৬
Chingrihata Accident: রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন পথচারীরা। সেই সময়ই দ্রুতগতিতে এসে এক গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের।
রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্য, কলকাতা : ভাইফোঁটার বিকেলে চিংড়িঘাটা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি হলেন একজন, আহত ৬ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন বিকেলে পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন পথচারীরা। সেই সময়ই দ্রুতগতিতে এসে এক গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের। সায়েন্স সিটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল গাড়িটি। আহতদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, মৃত পথচারীর বয়স চল্লিশের আশপাশে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ির চালক জানিয়েছেন ব্রেক ফেল করেই দুর্ঘটনা। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি যথেষ্টই বেশি ছিল। ঠিক সময়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে না পেরেই সরাসরি পথচারীদের ধাক্কা মেরেছেন চালক। দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি একজন চিকিৎসকের। তবে যে চিকিৎসকের নামে গাড়ি তিনি গাড়িতে ছিলেন না। সম্ভবত তাঁর গাড়ির চালক গাড়িটি নিয়ে যাচ্ছিল।
ভাইফোঁটার দিন সকালেই কলকাতায় দুর্ঘটনা ঘটে। বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহীর। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী বেসরকারি বাসটি বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় স্কুটারে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় স্কুটার আরোহীকে পিষে দিয়ে চলে যায় বাস। যাত্রীদের অভিযোগ, চলন্ত বাস লাফ দিয়ে নেমে দৌড়ে পালান চালক ও কনডাক্টর। এক যাত্রী শেষে চলন্ত বাসটিকে থামান। পরে কনডাক্টরকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশ। বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
আরও পড়ুন-বাঘাযতীন উড়ালপুলে দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর