আইনজীবীর ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী
মামলার নিষ্পত্তি না হওয়ায় টাকা চাওয়ায় বিজেপি নেত্রী হুমকি দেন বলে অভিযোগ।
![আইনজীবীর ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী Kolkata BJP worker Arrested, accused of cheating in fake identity of lawyer আইনজীবীর ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/26/6cd5230a7dd2f975893753045585ddcb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির মজদুর সেলের সদস্য নাজিয়া এলাহি খান আইনজীবী পরিচয়ে দাম্পত্য-মামলা মেটানোর আশ্বাস দিয়ে ৬ লক্ষ টাকা নেন। মামলার নিষ্পত্তি না হওয়ায় টাকা চাওয়ায় বিজেপি নেত্রী হুমকি দেন বলে অভিযোগ। ২০২০ সালে ভিআইপি রোডের বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেত্রীকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ।
অন্যদিকে আজই এক ভুয়ো আইপিএসের খবর প্রকাশ্যে আসে। আইপিএস পরিচয়ে ফেসবুক প্রোফাইল খুলে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। ধৃতের নাম রাহুল খান।
অভিযোগ, ফেসবুক প্রোফাইলে নিজেকে আইপিএস বলে দাবি করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। ফাঁদে পা দেন এ রাজ্যের বাসিন্দারাও। লালবাজারের সাইবার সেলে অভিযোগ জমা পড়ে। তদন্ত নেমে রাজস্থানের আলওয়ার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার পর ধৃতকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)