RG Kar Doctors Protest: 'আবেগটা তারা বুঝল, কিন্তু বাব-মায়ের ব্যথাটা বুঝল না', বললেন আসফাকুল্লা নাইয়া
ABP Ananda Live: 'কুণাল ঘোষ আবেগটা দেখল কিন্তু ব্যথা, যন্ত্রণাটা, কষ্টটা দেখল না। বাবা-মায়ের যে এতদিনের ব্যাথা-যন্ত্রণা এইজিনিসগুলো দেখল না। আবেগটা দেখল, কিন্তু সেই আবেগ লাগিয়ে যদি ন্যাবিচারের জন্য আন্দোলন করে এতো কোনও ভুল আমি দেখছি না। যারা বলছে, তাঁরা কোনও আবেগকে কাজে লাগিয়ে এইসব কথাগুলো বলছে। আবেগটা তারা বুঝল, ব্যথাটা বুঝল না', বললেন আসফাকুল্লা নাইয়া।
মাদক মেশানো চকোলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার টোটো চালক
জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। টার্গেট অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, গত ২১ জানুয়ারি, স্কুলে যাওয়ার জন্য প্রতিবেশী যুবকের টোটোয় ওঠে বছর ১৪-র কিশোরী। কিন্তু স্কুলে যাওয়ার বদলে মাঝপথে নাবালিকাকে জোর করে মাদক মেশানো চকোলেট খাওয়ায় বছর ছাব্বিশের টোটো চালক। আরও অভিযোগ, চকোলেট খাইয়ে বেহুঁশ করার পর নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। নির্যাতিতা নাবালিকার দাদু বলেন, "ওর টোটোতে যাওয়া-আসা করে। হঠাৎ করে একদিন মেয়েটাকে নিয়ে গিয়ে নেশার মধ্যে চকোলেট খাইয়ে দিয়ে বেহুঁশ করে ফেলে। মেয়েটাকে নিয়ে গিয়ে কোনও একটা জায়গায় ওকে নিয়ে কুকর্ম করে। মেয়েটার জ্ঞান ছিল না।''



















