Kolkata Municipal Election 2021: ''বিধানসভা ভোটে মানুষ বিজেপিকে জবাব দিয়েছে, এবার কলকাতার পালা''
Abhisek On KMC Election 2021: রাজাকাটরা থেকে পোস্তা হয়ে বৌবাজার পর্যন্ত বর্ণাঢ্য রোড শো (rally) অভিষেকের। ১১ জন তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো অভিষেকের (abhisek banerjee)।
কলকাতা: পুরভোটের প্রচারে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhisek banerjee)। বড়বাজার থেকে রোড শো তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের। রাজাকাটরা থেকে পোস্তা হয়ে বৌবাজার পর্যন্ত বর্ণাঢ্য রোড শো (rally) অভিষেকের। ১১ জন তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো অভিষেকের। প্রচারে এসে অভিষেকের বার্তা, ''বিধানসভা ভোটে মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। ভবানীপুর (bhwanipore) উপনির্বাচনেও বাংলার মানুষ জবাব দিয়েছে। এবার কলকাতার পালা।'' দুর্গাপুজোকে ইউনেস্কাের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ''বিজেপি বলেছিল বাংলায় মমতা দুর্গাপুজো করতে দেন না। ইউনেস্কো বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। বিজেপির হাতে ধর্মীয় উস্কানি ছাড়া আর কিছু নেই।''
ত্রিপুরায় ভোটে জয় আসেনি, তবে আশানুরূপ ফল হয়েছে। অভিষেক বলছেন, ''গোয়ার ভোটে তৃণমূল হয় জিতবে, না হয় প্রধান বিরোধী দল হবে। ত্রিপুরায় ২ মাসে ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। যে রাজ্যে ঢুকব সেই রাজ্যেই তৃণমূল বিস্তার লাভ করবে। মানুষ বিপদে পড়লে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবে। বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ পাশে দাঁড়াবে না। খেলার আগেই তৃণমূলের কাছে দশ-শূন্য গোলে বিরোধীরা হেরে বসে আছে।''
এর আগে তিনটে জায়গায় এদিন পুরভোটের প্রচার সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইউনেস্কোর (UNESCO) প্রসঙ্গে টেনে বলেন, '‘বাংলা বিশ্ব বাংলা, বিশ্বসেরা হয়ে গেছে। কেউ কেউ বলত, মমতা দুর্গাপুজো করতে দেয় না। আজ তাদের মুখে চুনকালি পড়েছে।'' বুধবার পুরভোটের (Kolkata Municipality Vote) প্রচারে বেহালায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি বলেন।
এ দিন তিনি আরও বলেন, ২০১৬ থেকে চেষ্টা করছিলাম, পুজো কার্নিভাল চালু করেছি। কেউ কেউ বলত, মমতা দুর্গাপুজো করতে দেয় না। আজ তাদের মুখে চুনকালি পড়েছে। আজ বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে বন্দিত হয়েছে। আপনাদের একটা ভোট দিন, বাংলাকে বিশ্বসেরা করবই।
চলতি সপ্তাহেই বাঙালির মুকুটে নতুন পালক জুড়ো ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো (Durga Puja)। ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই সংস্কৃতিতে হেরিটেজ তকমা, বাধা দূর করে সবাই মিলিত হয় এই উৎসবে, দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়ে এমনটাই জানিয়েছিল ইউনেস্কো (UNESCO) ।