Coronavirus In West Bengal : আর হয়রানি নয়, এবার সরাসরি ধাপা থেকেই মিলবে করোনায় মৃতদের সার্টিফিকেট
এর আগে করোনায় রোগীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে যেতে হত তপসিয়ায় হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে।
![Coronavirus In West Bengal : আর হয়রানি নয়, এবার সরাসরি ধাপা থেকেই মিলবে করোনায় মৃতদের সার্টিফিকেট Kolkata Municipality will issue corona death certificate from dhapa premises office Coronavirus In West Bengal : আর হয়রানি নয়, এবার সরাসরি ধাপা থেকেই মিলবে করোনায় মৃতদের সার্টিফিকেট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/27/7f572b2274bb6ce46ad6368e12acad1b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনায় মৃত্যু হলে ডেট সার্টিফিকেট পাওয়া নিয়ে আর হয়রানি নয়। রাজ্যের নয়া পদক্ষেপ অনুযায়ী এখন ধাপা থেকেই সরাসরি ইস্যু করা হবে করোনায় মৃতদের সার্টিফিকেট। ইতিমধ্যেই কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে খোলা হয়েছে একটি অফিস। সেখানেই এই সংক্রান্ত কাজ চলবে। এর আগে করোনায় রোগীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে যেতে হত তপসিয়ায় হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে। তবে এবার সরাসরি ধাপা থেকে সার্টিফিকেট মেলায় মৃতের পরিবারের সমস্যার খানিকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ২০৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৭ জনের। এই অবস্থায় রাজ্যের একাধিক জায়গায় করোনা রোগীর মৃত্যুর পর মর্মান্তিক সব ঘটনার খবর সামনে আসছে। ব্যক্তির মৃত্যুর পরও তার ডেথ সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হচ্ছে পরিবার। লেগে যাচ্ছে অনেক সময়। পরিজনরা সাহায্যের জন্য অসহায়ভাবে ছোটাছুটি করছেন। তাই নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
এর আগেও করোনা রোগীর মৃত্যুতে সার্টিফিকেট দেওয়া নিয়ে একটি সংশোধিত নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। করোনা রোগীর শেষকৃত্য নিয়েও সংশোধিত নির্দেশিকায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে
- কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল, সংশ্লিষ্ট সেই চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন।
- হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীকে অন্যত্র স্থানান্তরিত করার সময় মাঝ রাস্তায় তাঁর মৃত্যু হলে সেক্ষেত্রে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তারাই ডেথ সার্টিফিকেট ইস্যু করবে।
- কলকাতার ক্ষেত্রে মৃত করোনা রোগীর পরিবারকে কলকাতা পুরসভার চিফ হেলথ মেডিক্যাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- শহরতলির ক্ষেত্রে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও এবং বিএমওএইচ-র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে মৃত করোনা রোগীর পরিবারকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)