Park Hotel: প্রায়ই মহিলাদের নামে ঘর বুক করা হতো, পার্ক হোটেলকাণ্ডে জেনারেল ম্যানেজারকে তলব লালবাজারের
এমনকি বিদেশিনীদের নামেও ঘর বুক করা হতো বলে জানা গেছে...
কলকাতা: পার্ক হোটেলকাণ্ডে এবার জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার।
পুলিশের দাবি, মহিলাদের নামে বুক করা হয়েছিল হোটেলের ঘর। মাঝেমধ্যেই এই মহিলাদের নামে হোটেলে ঘর বুক করা হতো। এমনকি বিদেশিনীদের নামেও ঘর বুক করা হতো বলে জানা গেছে।
পার্টির আড়ালে পার্ক হোটেলে অন্য কিছু চলত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় জেনারেল ম্যানেজার ছাড়াও আরও ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে রয়েছেন ঘটনার দিন হোটেলে উপস্থিত ফ্লোর ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার ও পার্টির ডিজে।
এর পাশাপাশি শনিবার গভীর রাতে পার্টি চলাকালীন পার্ক হোটেলে মদ এসেছিল কোথা থেকে তা জানতে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আবগারি দফতর।
পাশাপাশি, শুক্রবার পার্ক স্ট্রিটের এই অভিজাত হোটেলের জেনারেল ম্যানেজার-সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন আবগারি দফতরের অফিসাররা।
‘কার্যত লকডাউনে’ সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করেই, গত শনিবার পার্ক হোটেলের ৩ ও ৪ তলার করিডরে মিড নাইট পার্টির আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। বাজানো হয়েছিল তারস্বরে গান।
অভিযোগ, মদের ফোয়ারা আর হুকার ধোঁয়ায় মজেছিলেন একঝাঁক তরুণ-তরুণী। আবগারি দফতর সূত্রে খবর, পার্ক হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে পার্টি চলাকালীন তারা মদ সরবরাহ করেনি।
তাহলে যাঁরা পার্টি করছিলেন, তাঁরা বাইরে থেকে মদ নিয়ে এসেছিলেন কিনা তা খতিয়ে দেখতেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চায় আবগারি দফতর।
তলব পেয়ে গতকাল হরিশ মুখার্জি রোডের আবগারি দফতরে এসেছিলেন পার্ক হোটেলের জেনারেল ম্যানেজার, লবি ম্যানেজার এবং একজন অ্যাকাউন্ট্যান্ট। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের।
এদিকে পার্ক হোটেলকাণ্ড নিয়ে যখন তদন্ত এগোচ্ছে, তখন আরও এক পাঁচতারা হোটেলে নাইট পার্টির অভিযোগ উঠল। এপ্রসঙ্গে এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের ম্যানেজারকে তলব করেছে আবগারি দফতর।
অভিযোগ, ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার পাশাপাশি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগেই হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান।
কারা সেদিন সেখানে ছিলেন, মদ সরবরাহ করা হয়েছিল কি না -- এসব জানতে, হোটেলের ম্যানেজারের কাছে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠিয়েছে আবগারি দফতর। একইসঙ্গে, তলব করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও।