Petrol and Diesel Prices Today কলকাতায় ১০১ টাকা পার ডিজেলের, পেট্রোলের দামেও সর্বকালীন রেকর্ড
লিটারে ৩৩ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৯ টাকা ৭৯ পয়সা। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে আজ ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ১৯ পয়সা...
![Petrol and Diesel Prices Today কলকাতায় ১০১ টাকা পার ডিজেলের, পেট্রোলের দামেও সর্বকালীন রেকর্ড Kolkata Petrol Diesel Rate today Petrol and diesel prices price 31 October Record Price Petrol and Diesel Prices Today কলকাতায় ১০১ টাকা পার ডিজেলের, পেট্রোলের দামেও সর্বকালীন রেকর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/840b1eb36fa258cee583df5cae8b1d44_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সেঞ্চুরি আগেই হয়েছিল। এবার কলকাতায় ১০১ টাকা পার ডিজেলের। পেট্রোলের দামেও সর্বকালীন রেকর্ড।
লিটারে ৩৩ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৯ টাকা ৭৯ পয়সা। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে আজ ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ১৯ পয়সা।
ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে।পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত।
জ্বালানির জ্বালায় সাধারণ মানুষকে যে কী পরিমাণ ছ্যাঁকা খেতে হচ্ছে, তা স্পষ্ট পরিসংখ্যানেই। ২০১০ সালের ২৬ জুন ডিজেলের দাম ছিল লিটার পিছু ৪০ টাকা ১০ পয়সা। শুক্রবার সেই দাম ১০০ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ ১১ বছরে লিটারে ডিজেলের দাম বেড়েছে ৬০ টাকা ৩৯ পয়সা। এর মধ্যে গত দশ মাসেই ডিজেলের দাম বেড়েছে ৩০ টাকা ১৩ পয়সা।
আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে কমেনি পেট্রোলের দাম
২০১০ সালের ২৬ জুন পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৫১ টাকা ৪৩ পয়সা। শুক্রবার সেই দাম ১০৯ টাকা ১২ পয়সা। অর্থাৎ ১১ বছরে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৫৭ টাকা ৬৯ পয়সা। এর মধ্যে শুধু গত দশ মাসেই পেট্রোলের দাম বেড়েছে ২৩ টাকা ৯৭ পয়সা।
রকেটগতিতে জ্বালানিরদামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, হেঁশেলে আগুন ধরিয়ে দিয়েছে, আর উনি থালা বাজাচ্ছেন।
জিএসটি-র প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্য জিএসটি-র আওতায় আনতে সম্মতি দিলে দাম কমবে পেট্রোল, ডিজেলের।
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মানে পরিবহণ খরচ বেড়ে যাওয়া। ফলে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়বে। ইতিমধ্যে সর্ষের তেলের দাম দু’শো পেরিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে আলু-পেঁয়াজের দামও।
আরও পড়ুন: বেড়েই চলেছে পেট্রোপণ্যের মূল্য, বিমানের তুলনায় ৩০ শতাংশ বাড়ল অটোর জ্বালানির দাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)