Kolkata News: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর
Kolkata News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই ঘরটিতে একত্রিত হয়েছিলেন কয়েক জন দোলখেলার পাশাপাশি চলছিল খাওয়া-দাওয়া, মদ্যপান। সেই সময় সুজিতের স্ত্রীর গালে আবির মাখিয়ে দেন দিলীপ। তাতেই বচসা বাধে।
পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো ঘিরে অশান্তি। তাতে দোলের (Dol 2022) দুপুরে গুলি রক্তপাত ঘটল কলকাতায় (Kolkata News)। বচসা, হাতাহাতি থেকে চলল গুলি (Regent Park Firing)। তাতে বেঘোরে মৃত্যু হল ব্যবসায়ীর (Businessman Shot DEad)। বন্ধুর ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
কলকাতার রিজেন্ট পার্ক এলাকার নবপল্লির ঘটনা। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আচমকাই সেখানে একটি ঘর থেকে গুলির শব্দ শোনা যায়। তাতে তড়িঘড়ি ছুটে যান পড়শিরা। কিন্তু সেখানে বছর পঞ্চাশের ব্যবসায়ী দিলীপ সিংহকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িগড়ি ওই ব্যবসায়ীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের একটি দল। লালবাজারের হোমিসাইড শাখার (Lal Bazar Homicide) আধিকারিকরাও রয়েছে সেখানে। ওই ঘরটিকে ঘিরে ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই ফেরার সুজিত মল্লিক নামের ওই অভিযুক্ত। তাঁর খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই ঘরটিতে একত্রিত হয়েছিলেন কয়েক জন দোলখেলার পাশাপাশি চলছিল খাওয়া-দাওয়া, মদ্যপান। সেই সময় সুজিতের স্ত্রীর গালে আবির মাখিয়ে দেন দিলীপ। তাতেই দু'জনের মধ্যে বচসা বাধে। ক্রমে তা পৌঁছয় হাতাহাতিতে। সেই সময় আচমকাই রিভলভার বার করে দিলীপকে গুলি করেন সুজিত। দিলীপের পেটের নীচে গুলি লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন স্থানীয়রা।
শুধু তাই নয়, এই আবির মাখানোকে ঘিরে দুই বন্ধুর মধ্যে ঝামেলা শুরু হলে অন্যান্যরাও তাতে জড়িয়ে পড়েন। তাতে পরস্পরের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়। হকি স্টিক দিয়ে পরস্পরকে মারধরের অভিযোগও ওঠে। তাতে বেশ কয়েক জন আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে খবর।