এক্সপ্লোর
MahaKumbh 2025: শীত উপেক্ষা করেই মহাকুম্ভে পুণ্যস্নান, মকর সংক্রান্তিতে সূর্য প্রণামে সামিল কোটি কোটি মানুষ..
Kumbh Mela 2025 : আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়।

শীত উপেক্ষা করেই মহাকুম্ভে পুণ্যস্নান, মকর সংক্রান্তিতে সূর্য প্রণামে সামিল কোটি কোটি মানুষ..
1/10

আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়।
2/10

মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই পুণ্যস্নান।
3/10

পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার।
4/10

পায়ের তলায় সর্ষে নিয়ে কুম্ভের টানে প্রয়াগে হাজির বাঙালি পর্যটকরাও।সোমবার থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
5/10

৬টি পুণ্যস্নানের মধ্যে রয়েছে ৩টি শাহি স্নান। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রয়াগে জলপথে পুলিশের নজরদারি।
6/10

ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা পাওয়া কুম্ভমেলাকে ঘিরে সাজো সাজো রব।
7/10

প্রয়াগে গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমতটে প্রায় ৪ হাজার হেক্টর জমিকে ২৪টি সেক্টরে ভাগ করা হয়েছে।
8/10

প্রায় আড়াই হাজার সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি, তীর্থ পর্যটনে এই ভক্ত-সমুদ্র মন্থন করে বাড়তি উপার্জনের আশায় উজ্জীবিত প্রয়াগের মাঝিরা।
9/10

মহাকুম্ভকে ঘিরে প্রয়াগ যখন মায়ানগরীতে পরিণত হয়েছে, তখন আমাদের ঘরের কাছের গঙ্গাসাগর যেন ডুবসাগরে কাঁচা সোনা, আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনির মন্দির।
10/10

কথায় কথায় বারবার চলে আসে কুম্ভের সঙ্গে গঙ্গাসাগরের তুলনা। কিন্তু চরিত্রগত দিক থেকে দুই মেলা পুরোপুরি আলাদা। হরিদ্বার, প্রয়াগ বা উজ্জয়িনী, কুম্ভমেলা সব সময়ই হয় মূল ভূখণ্ডে। আর গঙ্গাসাগর মূল ভূখণ্ডের বাইরে এক প্রান্তিক দ্বীপ।
Published at : 14 Jan 2025 08:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
