Kolkata Fire: ভোরবেলায় উল্টোডাঙার ডালের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন
Kolkata Fire Update: ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের ১২টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত গুদাম।
সুদীপ্ত আচার্য, কলকাতা: ভোরবেলায় ভয়াবহ আগুন গুদামে। উল্টোডাঙার (Ultadanga Fire) আরিফ রোডে (Arif Road) ডালের গুদামে বিধ্বংসী আগুন। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে ওই গুদামে। একটি গুদাম থেকে আরও একটি ডালের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের (Fire Engine)। দমকলের ১২টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুদাম।
ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই গুদামের পাশের আরও একটি গুদামও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল সেই কারণ এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকেরা জানান, আগুনের সূত্র গবেষণা করে দেখা হবে। পাশের বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালায় দমকল কর্মীরা। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহত নেই। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১২ ইঞ্জিন, স্থানীয় থানার পুলিশ ও বরো কোঅর্ডিনেটর অনিন্দ্য কিশোর রাউত।
অনিন্দ্য বাবুর কথায়, 'কোথা থেকে আগুন লেগেছে তা এখনও বোঝা যায়নি। তবে এখানে স্থানীয় বাসিন্দাদের জন্য ২৪ ঘণ্টার একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে রাখা ছিল। সেখান থেকে জল নিয়েই স্থানীয় ছেলেরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরেই দমকল এসে পৌঁছয়। ফলে আগুন বিশেষ ছড়াতে পারেনি। আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক ক্ষতি হয়ে যেত। চারিদিক তছনছ হয়ে যেত।'
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এতটাই তীব্র আকার ধারণ করে যে ভোররাতেই তাঁরা প্রায় প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর এলাকার বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। দমকল কর্মীদের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও আপাতত চলছে কুলিং ডাউন পদ্ধতি।
আরও পড়ুন: Birbhum: বোলপুরে রেললাইনের পাশে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ