Birbhum: বোলপুরে রেললাইনের পাশে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
Bolpur train accident: রেললাইনের পাশে পড়ে আছে জুতো। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ও রেলের পুলিশকর্মীরা এসে পৌঁছেছে।
গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বোলপুরের লালপুরের কাছে রেললাইনের পাশ থেকেই এক ব্যক্তির রহস্য মৃত্যু। এগারোটা নাগাদ যাত্রী বোঝাই একটি ট্রেন আপে যাচ্ছিল সেই সময়ই বোলপুরের লালপুল ব্রিজের নিচে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয় মানুষের বক্তব্য একটি যাত্রী বোঝাই ট্রেন যাওয়ার পরই লোক জমায়েত হয়ে তারপরে গিয়ে দেখতে পায় একজন বয়স্ক ব্যক্তি রেললাইনের পাশে পড়ে আছে। ট্রেন থেকে পড়ে গেছে না অন্য কিছু কারণ কিছু বোঝা যাচ্ছে না। রেললাইনের পাশে পড়ে আছে জুতো। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ও রেলের পুলিশকর্মীরা এসে পৌঁছেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
২ দিন আগে পাবজি খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ২ জনের। মথুরার যমুনা পাড় থানা এলাকার ঘটনা। এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন যে মথুরা-কাশগঞ্জ রেলপথে লক্ষ্মীনগরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের ২ জনই কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল। মৃত ২ জনের নাম গৌরব (১৬) ও কপিল (১৮)। ২ জনেই কাছাকাছি কলিন্দী কুঞ্জ কলোনীর বাসিন্দা।
স্টেশন ইনচার্জের তরফের জানানো হয়েছে যে ২ জনের মৃতদেহের সামনেই মোবাইল পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে একজন পাবজি খেলছিল মোবাইলে। একটি মোবাইল পুরো ক্ষতিগ্রস্ত ছিল। আর একটি মোবাইল যদিও ততটা ক্ষতি হয়নি। ২ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় পুলিশ। মৃত গৌরবের বাবা বলেছেন, 'সকালে ও হাঁটতে বেরিয়েছিল। আমার মোবাইল নিয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে সকাল করে প্রতিদিন উঠে যেন হাঁটে ও। কিন্তু এখন ওই চলে গেল।' এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
আরও পড়ুন: কালনার সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কিছুদিন আগেই PUBG খেলতে খেলতেই মৃত্যুর কোলে পড়েছিলেন এক কিশোর। ঘটনার আকস্মিকতা অবাক করেছে পরিবারকে। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ওই কিশোরের।