Loan App Fraud : অ্যাপ ডাউনলোড করলেই মিলবে ঋণ! ফাঁদে পা দিতেই নিয়ম বহির্ভুত সুদ-দাবি, ব্ল্যাকমেল
Loan App Fraud in Kolkata : আরবিআই সূত্রে খবর, ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাওয়ার সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অবাধে চলছে প্রতারণা। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নেয় আধার, প্যানের মতো বিভিন্ন তথ্য।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: অ্যাপ ডাউনলোড করলেই সহজে মিলবে ব্যাঙ্ক ঋণ! করোনাকালে মধ্যবিত্তের হাতে অর্থের জোগান কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে শহরে প্রতারণার নতুন ফাঁদ এই অ্যাপ লোন! দেশে বাড়ছে ডিজিটাল লেনদেনের প্রবণতা। ব্যক্তিগত প্রয়োজন হোক বা ব্যবসায়িক বিনিয়োগ।
আরবিআই সূত্রে খবর, ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাওয়ার সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অবাধে চলছে প্রতারণা। বিভিন্ন অ্যাপ স্টোরে অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী ঋণ দেওয়ার এমন বহু অ্যাপ রয়েছে যা রিজার্ভ ব্যাঙ্কের দৃষ্টিতে অবৈধ।
অভিযোগ, এই অ্যাপগুলি বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক ও ব্যক্তির থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নেয় আধার, প্যানের মতো বিভিন্ন তথ্য।
ঋণ দেওয়ার পর নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত সুদ চাওয়া হচ্ছে গ্রাহকদের থেকে। আবার গ্রাহকের ফোনে সেভ থাকা নম্বর অবৈধ ভাবে ব্যবহার করে এই অ্যাপগুলি গ্রাহকদের ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ। ঠিক এমন ঘটনারই শিকার হয়েছেন দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা এই ব্যবসায়ী।
আরও পড়ুন :
OTP ও লাগবে না, কার্ডের তথ্য চুরি হলে অনলাইনে কেনাকাটিতে আপনার কার্ড ব্যবহার করতে পারে প্রতারক !
ভুক্তোভোগী ব্রতীন রায় বলেন, ' ঋণ পাওয়ার পর অন্যায়ভাবে চড়া সুদ চাইছে। না মেটালে আমার ফোনের কনট্যাক্ট লিস্ট হাতিয়ে নিয়ে পরিচিতদের ফোন করে আমার সামাজিক সম্মান নষ্টের চেষ্টা করছে।'
সতর্ক না হলে এমন প্রতারণার শিকার বারবার হতে হবে, মনে করছেন সাইবার বিশেষজ্ঞরাও। প্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, এদের ব্ল্যাকমেলিংয়ে একেবারেই সাড়া দেবেন না। কারণ এরা নিজেরাই বেআইনি। এরা পুলিশের কাছে যেতে পারবেন না। আর যদি সত্যিই কনট্যাক্স লিস্ট হাতিয়ে কারও সম্মানহানির চেষ্টা করে, তাহলে পাল্টা আপনিও সম্মানহানির অভিযোগ করতে পারেন তাদের বিরুদ্ধে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই।
অজ্ঞাত ব্যক্তি বা সংস্থার কাছে ব্যক্তিগত তথ্য দিলে আর্থিক ক্ষতি হতে পারে, বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বারবার সতর্ক করছে রিজার্ভ ব্যাঙ্ক। এখন দেখার এই অ্যাপ জালিয়াতি রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়!