Mamata Banerjee Injury LIVE: চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বেলা ১১ টায় বসবে মেডিক্যাল বোর্ড
Mamata Banerjee Leg Injury LIVE Updates: রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
LIVE
Background
চোট পেয়েছেন পায়ে-কোমরে। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় আচমকাই আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূলনেত্রীর অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সহানুভূতি আদায়ের চেষ্টা বলে মন্তব্য করেছে বিরোধীরা।
Mamata Banerjee injury LIVE: চিকিত্সায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্সায় সাড়া দিচ্ছেন। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা ১১টায় বসবে মেডিক্যাল বোর্ড। পায়ের চোট পরীক্ষা করে দেখবেন চিকিত্সকরা। পা ও হাড়ের ব্যথা কতটা আছে, তাও দেখা হবে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিত্সা চলছে।
Mamata Banerjee injury LIVE: ফের মুখ্যমন্ত্রীর রেডিও-ইমাজিং হবে
বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সস-এ মুখ্যমন্ত্রীর রেডিও-ইমাজিং করা হবে। ক্ষতির পরিমাণ কতটা তা জানতেই এই পরীক্ষা করা হবে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। মুখ্যমন্ত্রীর লিগামেন্টে চোট রয়েছে। তবে, যন্ত্রণা কিছুটা কমেছে। কাল সকালে পরবর্তী মেডিক্যাল রিপোর্ট।
Mamata Banerjee injury LIVE: ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের, বর্ধমান-কাটোয়া রোডে পথ অবরোধে শুভশ্রীর বাবা-মা
তৃণমূল নেত্রীর উপর হামলার অভিযোগ তুলে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের। অন্যদিকে বর্ধমান-কাটোয়া রোডে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধে সামিল হয়েছিলেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণা গঙ্গোপাধ্যায়।
Mamata Banerjee injury LIVE: ‘মমতার যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে’, বললেন পার্থ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতার যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে। তৃণমূলের ইস্তেহার তৈরি আছে, ঠিক সময় প্রকাশিত হবে।’
Mamata Banerjee injury LIVE: ‘মমতার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি কমিশন’, অভিযোগ পার্থর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যত করতে পারেনি কমিশন। সেই কারণেই আঘাতপ্রাপ্ত হয়েছেন মমতা।’