Durga Puja 2021 Special: পুজোয় পিয়ানিকা উপহার বাবুলের, মঞ্চেই বাজালেন মমতা, গাইলেন গানও
দৈনন্দিন কাজের ব্যস্ততার বাইরে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নজরুল মঞ্চে দলীয় অনুষ্ঠানে গাইলেন গান, বাজালেন পিয়ানিকা।
![Durga Puja 2021 Special: পুজোয় পিয়ানিকা উপহার বাবুলের, মঞ্চেই বাজালেন মমতা, গাইলেন গানও Mamata Banerjee sings JAGO Durga song with Babul Supriyo, Nachiketa, plays synthesizer at Nazrul Mancha Durga Puja 2021 Special: পুজোয় পিয়ানিকা উপহার বাবুলের, মঞ্চেই বাজালেন মমতা, গাইলেন গানও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/06/30882e6fe23d4c19d0b1d4f0cc521228_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, কলকাতা: সদ্যই ভবানীপুর উপনির্বাচনে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়েও ব্যস্ত থাকতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এরইমধ্যে আজ মহালয়া। আর এই দিন থেকেই কার্যত শারদীয়া উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দৈনন্দিন কাজের ব্যস্ততার বাইরে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নজরুল মঞ্চে দলীয় অনুষ্ঠানে গাইলেন গান, বাজালেন পিয়ানিকা। আর মহালয়ায় তৃণমূলের দলীয় অনুষ্ঠানে হল বাবুল সুপ্রিয়র বোধনও। তৃণমূলে যোগদানের পর এই প্রথম দলের কোনও অনুষ্ঠানে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। আজ দলীয় মুখপাত্রর শারদ সংখ্যার উদ্বোধন হল। অনুষ্ঠান মঞ্চ থেকে গানের অ্যালবামও প্রকাশিত হল।
প্রথমবার দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে, দলনেত্রীকে বাদ্যযন্ত্র উপহার দিলেন সঙ্গীতশিল্পী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এই উপহার যে তাঁর খুব পছন্দ হয়েছে, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাবুল আমাকে দিচ্ছে এটা, এটা আমার খুব ফেভারিট...আমি ওকে একবার চেয়েছিলাম এটা। আমি অনুষ্ঠানে দেখেছিলাম, লাল রংয়ের একটা একজন বাজাচ্ছিল। আমাকে একটা নীল দিয়েছে...দারুন...দারুন।
মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বাজিয়েও দেখেন। সাহায্য করেন বাবুল। মমতা বলেন, তুমি বাজাও...ব্লো করে বাজাতে হয়...না...আমি বাজাতে পারব না।
বাবুল সুপ্রিয় বলেন, বাঁশির মতো বাজবে, এটাকে পিয়ানিকা বলে। এটা শাঁখ যে রকম ভাবে বাজান, সে রকম ভাবে বাজালে, এটা কিবোর্ডের মত বাজবে।
এ কথা শুনে হেসে ফেলেন মমতা। বাবুল বলেন, না হলে আমাকে ডেকে নেবেন, আমি ফুঁ দেব।
তৃণমূলনেত্রী বলেন, এটা অভ্যাস করতে হবে, কী জান...আমাদের যে হারমোনিয়ামের রিড থাকে, এটা সরকম নয়। এটা হারমোনিয়ামের রিড নেই। পিয়ানোর রিডও চলছে না।
তিনি বলেন, এটা বাবুলের কাছে থাকুক...বাবুল বাজাবে, বাবুল গাইবে, আর আমি বাজিয়ে দেব। অভ্যাস করতে হবে, হারমোনিয়ামের রিডের সঙ্গে মিলছে না। ছোট, এখানে রিড কম। সুতরাং আলাদা অভ্যাস করতে হবে।
একটি গানের সিডিরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।গান লেখা ও সুর দেওয়ার পাশাপাশি, এই সিডিতে একটি গানও গেয়েছেন তৃণমূলনেত্রী। তিনি জানালেন, আপনারা জানেন না, নচিকেতা প্রায় জোর করে এই গানটা করিয়েছে, ২৭ তারিখ পর্যন্ত মিটিং ছিল, ইন্দ্রনীলের বাড়িতে তিন জন জমায়েত হই...হঠাৎ সিদ্ধান্ত হল...ইলেকশনের আগের দিন, সবাই ভাবছে ইলেকশনে কি হবে, তখন আমরা সন্ধেয় এই কাণ্ড করছি।
এদিনের অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের সঙ্গে গলা মেলান ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী গান গাইলেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)