Onion Price Rise: কলকাতায় ফের বাড়তে শুরু করল পেঁয়াজের দাম
নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, রাজ্যের পেঁয়াজের দাম ৫০ টাকা কেজির কাছাকাছি...
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের চড়ছে পেঁয়াজের দর। কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত উঠেছে।
সাধারণত শীতের শেষে বাংলার বিভিন্ন জেলা থেকে বিশেষ করে বর্ধমানের কাটোয়া থেকে পেঁয়াজ উঠতে শুরু করে। এই সুখ সাগর পেঁয়াজ বাজারে এলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকে।
ইতিমধ্যেই সুখ সাগর পেঁয়াজ কিছু কিছু আসতে শুরু করেছে। সুখ সাগর পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে।
কিন্তু যে পেঁয়াজের ওপর দর অনেকটা নির্ভর করে থাকে সেই নাসিকের পেঁয়াজের দর বেশ চড়া। ইতিমধ্যেই তার ৬০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত প্রতি কেজি দর উঠেছে কলকাতার বিভিন্ন বাজারে।
ব্যবসায়ীরা বলছেন, নাসিকের পেঁয়াজের আমদানি কম হওয়াতে পেঁয়াজের দাম বাড়ছে। তাদের মতে সুখ সাগর পেঁয়াজের আমদানি বাড়লে পেঁয়াজের দর কমতে পারে।
এর আগে, গত বছরের শেষের দিকেও, হু-হু করে বেড়ে গিয়েছিল পেঁয়াজের মূল্য।
কলকাতার বাজারে পেঁয়াজের দাম ছিল কোথাও ৭০ টাকা। কোথাও কোথাও ৮০ টাকা দরে বিকোচ্ছিল বাছাই করা পেঁয়াজ।