Narada Case LIVE Updates: প্রয়োজন হলে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট শোভনের, জানালেন বৈশাখী
বাড়িতে হাসপাতালের পরিকাঠামো তৈরি আছে
LIVE
Background
নারদ মামলায় সোমবার রাতে নাটকীয় পটপরিবর্তন।
নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে, নারদকাণ্ডে ধৃত হেভিওয়েট চারজন নেতা-মন্ত্রী-বিধায়ককে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ পুণর্বিবেচনার আর্জি হাইকোর্টে। বুধবার শুনানি হয়। বৃহস্পতিবার শুনানি হয়নি।
নারদ মামলায় আজ ফের হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে। খারিজ হয়ে গেল মদন মিত্রের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন।
অনিবার্যকারণবশত বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি...বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একথা জানিয়ে দেওয়া হয়।অর্থাত আরও একদিন হেফাজতেই রইলেন চার হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়,ফিরহাদ হাকিম,মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার লকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে না জানার পর, দুপুর দেড়টা নাগাদ, তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী নিলাদ্রী ভট্টাচার্যের তরফে রেজিস্ট্রার জেনারেল ও প্রাধন বিচারপতির সচিবকে একটি মেল করা হয়। সেখানে, প্রধান বিচারপতির অনুমতিক্রমে, বিশেষ বেঞ্চ গড়ে শুনানির আবেদন করা হয়।মেলে আরও উল্লেখ করা হয়, মদন মিত্র অসুস্থ। ফলে, সেদিকটাও বিবেচনা করা হোক। কিন্তু, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ হয়ে যায়।
আইনজীবী সূত্রে খবর, প্রধান বিচারপতির সচিবালয়ের তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই শুনানি হবে। জামিনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য হেভিওয়েট ৪ নেতা যে আবেদন জানিয়েছেন, তার শুনানিও হবে শুক্রবার।আবার এই মামলার তদন্ত বাংলা থেকে অন্যত্র সরানোর জন্য সিবিআই যে আবেদন করেছে, তারও রায় ঘোষণা শুক্রবারই হতে পারে।
এদিকে আদালতে আইনি লড়াইয়ের পাশাপাশি করোনা মহামারীর মধ্যেই নারদকাণ্ডে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জেল-বন্দি করার ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত। এ নিয়ে ফের একবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘যোগ্য জবাব পাবে।’ ফিরহাদ যা করেছে, তার সীমা-পরিসীমা নেই। অনেক কাজ করে। ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। কোভিশিল্ড ট্রায়াল নিয়েছে। তাদের যে আটকে রাখা হয়েছে, এর যোগ্য জবাব পাবে। বিচারের বাণী সঠিক বিচার করবে। ববি, সুব্রতদা ৩-৪ দিন কাজটা করতে পারল না।
সোমবার চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। রাতে তাদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করেন ধৃতরা।আর সিবিআই এই মামলা বাংলা থেকে অন্যত্র সরানোর আর্জি জানায়।বুধবার হাইকোর্টে শুনানি হলেও, রায় ঘোষণা হয়নি।বৃহস্পতিবার মামলার শুনানিই হল না।এবার সবার নজর শুক্রবার কলকাতা হাইকোর্টের দিকে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই বন্দী চার নেতার মধ্যে মদন মিত্র,শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। আর ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে।যা নিয়ে চরমে রাজনৈতিক তরজা।নারদে চার হেভিওয়েটের জেল না বেল?মামলা কি বাংলা থেকে অন্যত্র সরানো হবে?এসব প্রশ্নের উত্তর শুক্রবার পাওয়া যাবে কি না, সেটাই দেখার।
।
Narada Case LIVE Updates: প্রয়োজন হলে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট শোভনের, জানালেন বৈশাখী
প্রয়োজন হলে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়ের। বাড়িতে হাসপাতালের পরিকাঠামো তৈরি আছে। ডাক্তারের সিদ্ধান্তের ওপর সব হবে। জানালেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
Narada Case LIVE: বাবার গৃহবন্দি-নির্দেশ প্রসঙ্গে ফিরহাদ কন্যা বললেন...
"এটা অনেকটা পেন্সিল দিয়ে নিব ভেঙে দেওয়ার মতো। সাইক্লোন আসছে, এই সময় বাইরে থাকা কতটা দরকার। তবে একটা রিলিফ। বাবার জ্বর ছিল। বাড়িতে থাকলে অনেকটা স্বস্তিতে থাকব।"
Narada Case LIVE Updates: নারদ মামলায় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন রয়েছেন যে বৃহত্তর বেঞ্চে। এদিকে এই বেঞ্চের সামনে ৪ নেতার জামিনের ওপর স্থগিতাদেশ, সিবিআই-এর অন্য রাজ্যে মামলা সরানো সহ সব আবেদন উঠবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।
Narada Case LIVE Updates: নারদ মামলায় বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের
নারদ মামলায় বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের। ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছে হাইকোর্ট। সোমবার সকাল ১১ টায় হাইকোর্টের যে বৃহত্তর বেঞ্চে শুনানি হবে।
Narada Case LIVE Updates: সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, জানালেন ফিরহাদ-কন্যা
নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, জানালেন ফিরহাদ-কন্যা