Fake CBI Arrested: গাড়ির সামনে লাগানো সিবিআই স্টিকার, কলকাতায় গ্রেফতার আরেক ভুয়ো অফিসার
নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বলে দাবি করতেন ওই ব্যক্তি, দাবি পুলিশের
কলকাতা: দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই কলকাতায় গ্রেফতার আরেক ভুয়ো সরকারি অফিসার। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি।
গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার।
পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। পুলিশের দাবি, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে।
সোশাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেও তিনি পরিচয় দিতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন ওই আইনজীবী।
৩০ জুন থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সনাতনের বিরুদ্ধে তালতলা থানাতেও ভুয়ো পরিচয় দিয়ে সম্পত্তি সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ থাকার কথা বলে প্রভাব খাটানোর চেষ্টা করতেন ওই আইনজীবী। ওই ব্যক্তি আর কোন প্রতারণার যুক্ত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড সামনে আসার পর থেকে রাজ্যে এক-এক করে ভুয়ো অফিসারের পর্দাফাঁস হচ্ছে। গতকাল নদিয়ায় ভুয়ো সিআইডি অফিসারের হদিশ মিলেছে। ওই মহিলা অফিসারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ চাকা প্রতারণার অভিযোগও উঠেছে।
সোমবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনকে আদালতে পেশ করা হয়েছিল। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও রুজু করেছে পুলিশ। এই প্রক্ষিতে গতকাল শুনানিতে দেবাঞ্জনের আইনজীবী জামিন চেয়ে আদালতে বলেন, খুনের চেষ্টার যে ধারা যুক্ত করা হয়েছে, তার কোনও মোটিভ পাওয়া যায়নি। ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থও হননি।
সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ৩ জুলাই, দেবাঞ্জনের অফিস থেকে গুরুত্বপূর্ণ ২৬টি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সঠিক তদন্ত করতে ধৃতদের ফের হেফাজতে নেওয়া প্রয়োজন।
এরপর ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বুধবার পর্যন্ত দেবাঞ্জনকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন বিচারক। বাকি সাত জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ইডি-র ভার্চুয়াল বৈঠক হবে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে, প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়া হয়েছে।সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতা অফিসের আধিকারিকদের ভার্চুয়াল বৈঠক হবে।