Kalighat Temple: নববর্ষের সূচনায় নয়া রূপে আত্মপ্রকাশ কালীঘাট মন্দিরের
Kalighat Temple Update: বৃহস্পতিবার মন্দিরের এই নতুন রূপের আনুষ্ঠানিক সূচনা করেন পুরমন্ত্রী তথা শহর কলকাতার (Kolkata News) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim।
সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নববর্ষের আগের দিন নতুন রূপে আত্মপ্রকাশ করল কালীঘাট মন্দিরের (Kalighat Temple) মূল প্রবেশদ্বার। এখন থেকে সেখানে দেখা যাবে আলোর খেলা! কালীঘাট মন্দিরেও তৈরি হচ্ছে স্কাইওয়াক। পুজো দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবারই কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা
বৃহস্পতিবার বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরের নতুন রূপ নিয়ে তিনি বলেন, "কালীঘাটে খুব ভাল কাজ হয়েছে।"
নতুন বাংলা বছর শুরুর (Poila Baishakh) আগে নতুন রূপে আত্মপ্রকাশ করল কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বার। সঙ্গে ভক্তিগীতির যুগলবন্দি। কলকাতা পুরসভা ও Seacom Skills ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাংলার সুপ্রাচীন কালীতীর্থের প্রবেশ তোরণ সেজে উঠেছে এ ভাবেই।
আরও পড়ুন: Weather Update: চৈত্রের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি। Bangla News
বৃহস্পতিবার মন্দিরের এই নতুন রূপের আনুষ্ঠানিক সূচনা করেন পুরমন্ত্রী তথা শহর কলকাতার (Kolkata News) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ ছিলেন, তাঁর সাংসদ তহবিলের টাকায় তৈরি হয়েছিল কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বার। "
মন্দিরের নয়া রূপের সূচনা মেয়রের হাতে
রাজস্থানের মার্বেল শিল্পীরা তৈরি করেছিলেন কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বার। আলোর ঝর্ণাধারায় যেন অঙ্গরাগ হয়েছে তার। এ দিন মন্দিরে ছইলেন মমতার ভাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, "দিদিমণিও দেখেছেন এটা। দিদিমণিরও খুব পছন্দ হয়েছে।"
প্রতি বছরের মতো এবারও নববর্ষের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের মতো আদিগঙ্গার পাড়েও স্কাইওয়াক তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মন্দির থেকে বেরিয়ে বলেন, "সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের নববর্ষ ভাল কাটুক।কালীঘাট মন্দিরে স্কাই ওয়াকের কাজ চলছে। দক্ষিণেশ্বর চাকলাধামেও ভাল কাজ হয়েছে। মোট ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। হকারদের উচ্ছেদ করা হবে না। হকারদের জন্য হাজরা পার্কে স্টল করে দেওয়া হবে।"