![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Election 2023: 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়', জানাল হাইকোর্ট
Kolkata News: 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়'। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
![Panchayat Election 2023: 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়', জানাল হাইকোর্ট Panchayat Election 2023 calcutta high court new order on west bengal Panchayat Election date Panchayat Election 2023: 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়', জানাল হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/ebcc31b25de8b66dad7e3a1f4221af1c1676460389588394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Kolkata News: 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়'। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা। ভোটে কেন্দ্রীয় বাহিনী, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা।বিরোধী দলনেতার করা মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
সম্প্রতি দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) উপলক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সামনে চলে আসা বিবাদ-বিতর্ক মিটিয়ে নিতে বলে সময়সীমা বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিবাদ মেটাতে বার্তা
তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি অভিষেকের বার্তা, 'করে-কম্মে খাওয়ার দিন শেষ। যাঁরা নিজেদের মধ্যে রেযারেষি করছেন, এক মাস সময় দিলাম। পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে'।
সভার প্রাক্কালে জনসংযোগও
কেশপুরে জনসভার আগে খড়গপুর গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক। শুনলেন তাঁদের অভাব-অভিযোগের কথা। এখানে বহুদিন ধরে আছেন শতাধিক পরিবার। জায়গাটি সেচ দফতরের অন্তর্গত। তাই এঁরা জমির পাট্টা পান না বলে অভিযোগ জানিয়েছেন অভিষেকের কাছে। শোনামাত্র সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি।
রাজ্য়ে এসে নাড্ডার বার্তা
কদিন আগেই পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে বঙ্গে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President)। বিজেপির জনসম্পর্ক যাত্রায় (Jan Sampark Yatra) অংশ নিতে বাংলায় আসেন জে পি নাড্ডা (J P Nadda)।
পূর্বস্থলীর সভায় কী বার্তা?
'বাংলায় পরিবর্তন হবেই', হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সভাপতির। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় জঙ্গলরাজ চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজকে বিদায় করবেন বাংলার মানুষই।' আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। নাড্ডা বলেন, 'বলা হয়, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আর যে ভাবাদর্শের ভিত্তিতে এগিয়েছিলাম, তা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমি গর্বিত যে ভাবধারা তিনি তৈরি করেছিলেন, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা বিশ্বের কাছে এতটাই জনপ্রিয় যে বিশ্বের বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি।'
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নানা উন্নয়নের মাপকাঠিও পেশ করেন তিনি। বলেন, 'গাড়ি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। মোদির নেতৃত্বে আর্থিক বৃদ্ধিতে বিশ্বে ৫ নম্বরে উঠে এসেছে ভারত...আপনাদের মুখে মাস্ক নেই, কারণ মোদি সরকার সকলকে বিনামূল্যে টিকা দিয়েছে।' বিজেপির সর্বভারতীয় সভাপতির আহ্বান, 'এত দিন পারেননি, আগামীদিনে বাংলায় অবশ্যই ডবল ইঞ্জিন সরকার গড়ুন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)