Kanksa Terrorist Arrest: কম্পিউটার সায়েন্সের ছাত্র, কাঁকসায় STF-এর হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি !
খবর পেয়ে কাঁকসা থানায় আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। রয়েছেন ACP কাঁকসা।
মনোজ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কাঁকসায় : রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের (Bangladesh) জঙ্গি মডিউল ? দুর্গাপুরের কাঁকসা (Durgapur Kanksa) থেকে শনিবার মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। কাঁকসা থানায় হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে।
গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমীর হিসাবে কাজ করতেন হাবিবুল্লা।
কাঁকসায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ (STF)। তাকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের পরিবারের লোকজনদেরও নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রের খবর, হাবিবুল্লা কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে কাঁকসা থানায় আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। রয়েছেন ACP কাঁকসা।
গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথাবার্তা বলতেন। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপনে কাজ করছিল বলে মনে করছে এসটিএফ।
গত মাসেই কলকাতা পুলিশ রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে, যে মুম্বই হামলার চক্রী ডেভিড কোলেম্যানকে সাহায্য করেছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের দাবি, রেগে সম্প্রতি ২ দিন কলকাতায় ছিল। আর সে নাকি নজর রাখছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। জানান কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। মুরলীধর শর্মার দাবি, তদন্তে জানা গিয়েছে, মুম্বই থেকে একজন লোক এখানে এসে থেকেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি রাজারাম রেগে। পুলিশের দাবি, সন্দেহভাজন রেগে অভিষেকের পিএ-কে ফোন করে। অভিষেককেও ফোন করার চেষ্টা করে। রাজনৈতিক কারণে সাক্ষাতের জন্য সময় চেয়ে ফোনও করে সে অভিষেকের পিএ-কে। কলকাতা পুলিশের দাবি, ১৮, ১৯ এপ্রিল কলকাতায় ছিল অভিযুক্ত রাজারাম রেগে। শেক্সপিয়র সরণির হোটেলে ছিল মুম্বই হামলার চক্রী রাজারাম। এরপর মুম্বই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
এই রেগে একসময় শিবসেনা নেতা ছিলেন। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে (Mumbai Attack Investigation) তার নাম উঠে এসেছিল। ২৬/১১ -র অন্যতম চক্রী ডেভিড হেডলির সঙ্গেও যোগাযোগ ছিল এই রেগের। হেডলি নাকি শিবসেনা ভবনের সামনে রেগের সঙ্গে দেখাও করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।