Petrol Diesel Price Rise: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদ তৃণমূলের
খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ করল বাস মালিক সংগঠন...
![Petrol Diesel Price Rise: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদ তৃণমূলের Petrol Diesel Price Rise TMC protest carries LPG cylinder on horse cart Petrol Diesel Price Rise: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদ তৃণমূলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/24/071cf2af9ba81456815f7f5d3618fadd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋত্বিক মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের।
ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে কলকাতায় অভিনব প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সুকিয়া স্ট্রিট মোড় থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে শুরু হয় মিছিল। মানিকতলা মোড়ে পৌঁছনোর পর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে, খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ করল বাস মালিক সংগঠন। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামের প্রতিবাদে এদিন মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয় বাস-মিনিবার্স ওনার্স অ্যাসোসিয়েশনের মিছিল।
বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেনে লেনে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বাস মালিক সংগঠনের। যদিও, পুলিশ আগেই আটকে দেয়।
৭ জেলায় সেঞ্চুরি করে ফেলল ডিজেলের দাম। উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম --- এই সব জায়গায় লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে ডিজেল।
আরও পড়ুন: লাগামছাড়া পেট্রোপণ্য, রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেল
শনিবারই রাজ্যের একাধিক জায়গায় সেঞ্চুরি সেরে ফেলেছিল ডিজেল। রবিবার ফের জ্বালানি তেলের দর বাড়তেই কলকাতায় নার্ভাস নাইন্টি নাইনের ঘর পেরিয়েছে ডিজেলের দাম। লিটারে ৩৫ পয়সা বেড়ে দেশের পরিবহণ ক্ষেত্রের প্রাণধারার সেঞ্চুরি এখন শুধু সময়ের অপেক্ষা।
লিটারে ৩৩ পয়সা বেড়ে শহরে পেট্রোলের দামেও নতুন রেকর্ড -- ১০৮ টাকা ১১ পয়সা। এই নিয়ে টানা পাঁচদিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কোথায় গিয়ে থামবে কেউ জানে না। পেট্রোল-ডিজেলের জোড়া সেঞ্চুরিতে দিশেহারা নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্ত।
করোনা মহামারীর মধ্যে জ্বালানির জ্বালায় পুড়ছে গোটা দেশ। রাজস্থানের গঙ্গানগরে লিটারে ১২০ টাকা হতে চলেছে পেট্রোলের দাম। ১১০ টাকা ছাড়িয়েছে ডিজেল।
মধ্যপ্রদেশের ভোপালে লিটারে ১১৫ টাকা ছাড়িয়েছে পেট্রোল। ১০৫ এর কোটা পেরিয়েছে ডিজেল। মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো একাধিক মেট্রো শহরে জোড়া সেঞ্চুরি সেরে পেট্রোল ও ডিজেল আরও ঊর্ধ্বমুখী।
এই পরিস্থিতিতে পরিবহণ জ্বালানির শুল্প ছেঁটে দাম কমানোর দাবি উঠলেও, পেট্রোলিয়াম মন্ত্রী তা মানতে নারাজ। শুক্রবার একটি অনুষ্ঠানে হরদীপ সিং পুরীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তেলের কর বাবদ আদায় করা অর্থেই জনস্বার্থে বহুমুখী উন্নয়নের কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার।
সাধারণ মানুষের দুর্ভোগ বহাল। এই পরিস্থিতিতে ফের কেন্দ্রকে বিঁধে ট্যুইট করেছেন রাহুল গাঁধী। তিনি লিখেছেন, পেট্রোলের দামে করের ডাকাতি বেড়েই চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)