Rakesh Singh Arrest: 'সোনা চুরি করলে ধরে না, দুটো বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ', তোপ দিলীপের
বিজেপি রাজ্য সভাপতির দাবি, 'তারা শুধু জিজ্ঞেস করেছিল, পুলিশ কেন এসেছে? কী কাগজ আছে? অধিকার আছে বাড়িতে কেউ ঢুকে গেলে তাদের জিজ্ঞেস করার...'
কলকাতা: মাদককাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংহকে। পাশাপাশি, কলকাতার বাড়িতে অভিযান চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় রাকেশের দুই ছেলে শুভম ও সাহেব সিংকে।
রাকেশের দুই ছেলেকে গ্রেফতারির বিরুদ্ধে এদিন পুলিশের সমালোচনা করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, প্রতিহিংসা থেকেই গ্রেফতারি করা হয়েছে। তিনি বলেন, 'যারা প্রতিহিংসার কথা বলে, তারা নিজেরা কতটা প্রতিহিংসাপরায়ণ, তা দেখা গেল। মুখ্যমন্ত্রী বলেন, ওই ছেলেটাকে (অভিষেক) কষ্ট দেয় আমার জন্য। বাড়ির বউকে কিছু বলবে না।'
দিলীপ বলেন, 'বহু লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে অ্যাকাউন্টে রেখেছ। সোনা চুরি করছে। তাকে পুলিশ হাত দেবে না। এখন দুটো বাচ্চা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। তাহলে কে প্রতিহিংসাপরায়ণ? মানুষ সব দেখছে।'
বিজেপি রাজ্য সভাপতির দাবি, 'তারা (রাকেশের ২ ছেলে) জিজ্ঞেস করেছিল, পুলিশ কেন এসেছে? কী কাগজ আছে? অধিকার আছে বাড়িতে কেউ ঢুকে গেলে তাদের জিজ্ঞেস করার। এর জন্য তাদের তুলে নিয়ে যাবে থানায়?'
দিলীপ আরও বলেন, 'প্রতিহিংসাপরায়ণ হয়ে পুলিশ যদি আমাদের কর্মীদের কষ্ট দেয়, তাহলে তার বিরোধিতায় পথে নামব। আমাদের দলেও কেউ অন্যায় করে, নিয়ম ভাঙে, তাহলে আইন ব্যবস্থা নেবে। আমরা কিছু বলব না। যোগ্য কারণ থাকলে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু, লোককে মিথ্যে মামলা দিয়ে আগেও বহু কষ্ট দেওয়া হয়েছে।'
যদিও, পুলিশ নিজেদের কাজ করেছে বলে পাল্টা প্রতিক্রিয়ায় বলেন সৌগত রায়।
প্রসঙ্গত, গতকালই গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর সঙ্গী জিতেন্দ্র সিংকে। রাতেই ধৃতদের আনা হয় লালবাজারে। আজই তোলা হবে আদালতে। কোন ধারায় গ্রেফতার তা জানিয়ে, সকালে রাকেশের বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ।