RG Kar Doctor's Death: 'নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয়', বিধাননগরের পুলিশ ব্যারাকে CBI
CBI On RG Kar Sanjay: আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর ব্যারাকেই ফিরেছিল সঞ্জয় ? তদন্তে সিবিআই আধিকারিরকরা
![RG Kar Doctor's Death: 'নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয়', বিধাননগরের পুলিশ ব্যারাকে CBI RG Kar Doctors Death Mystery Murder Case CBI visit Bidhan Nagar Police Barrack due to Investigation on Main Accused Sanjay Roy RG Kar Doctor's Death: 'নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয়', বিধাননগরের পুলিশ ব্যারাকে CBI](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/a3c16045aa843466cb91378c25466fd41723886984001484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিধাননগরের পুলিশ ব্যারাকে সিবিআই। নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয়। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর ফিরেছিল ব্যারাকেই। নতুন সূত্রের খোঁজে গোয়েন্দারা। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এ কথাবার্তা বলার পর তাঁরা যান ব্যারাকের ভিতরে। প্রায় আধঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিরকরা।
কীভাবে প্রভাব প্রতিপত্তি বেড়েছিল সঞ্জয়ের ?
কলকাতা পুলিশের কর্মচারী সংগঠনের ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় আসার পর থেকেই প্রভাব প্রতিপত্তি বেড়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। নিয়ম অনুযায়ী, পুলিশের যে কাজে সংশ্লিষ্ট কর্মী যুক্ত রয়েছেন, সেই কাজে ব্যাঘাত না ঘটিয়ে জনকল্যাণের কাজে যুক্ত হবেন তিনি। কিন্তু সূত্রের খবর, আদতে সেসবের কিছুই মানত না সঞ্জয়। ২০২০ সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল এই ওয়েলফেয়ার কমিটি।
ধৃত সঞ্জয় রায় শম্ভুনাথ পণ্ডিতের হেরিটেজ বাড়ির ভাড়াটে
যেমন তেমন বাড়ি নয়। আরজি কর মেডিক্যালে খুন ও ধর্ষণে ধৃত সঞ্জয় রায় শম্ভুনাথ পণ্ডিতের হেরিটেজ বাড়ির ভাড়াটে। এই বাড়িতে এখনও থাকেন শম্ভুনাথ পণ্ডিতের পরিবারের সদস্যরা। ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে শম্ভুনাথ পণ্ডিতের ঠিকানা জড়িয়ে যাওয়ায়, আক্ষেপ ঝড়ে পড়ছে তাঁদের গলায়।
এখন এই বাড়িতে রয়েছেন সঞ্জয়ের মা
৫৫ বি শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট। রাস্তার নাম শুনলেই বোঝা যায় কার নামে এর নামকরণ। আর এই বাড়ির বাসিন্দা কে ছিলেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যাকে আজও এক ডাকে চেনে বাংলা। এই কলকাতার বুকে যার নামে রয়েছে একটা আস্ত সরকারি হাসপাতাল। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে এই ঠিকানা। শুনতে অস্বস্তি হলেও, এই বাড়িরই ভাড়াটে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এখন এই বাড়িতে রয়েছেন সঞ্জয়ের মা।
আরও পড়ুন, 'RG Kar আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি..', বিস্ফোরক অভিযোগ BJP-র পুনাওয়ালার
১৮৬৩ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন শম্ভুনাথ পণ্ডিত। তিনিই প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। ১৯৬৭ সাল পর্যন্ত, আমৃত্যু, এই পদেই ছিলেন তিনি। এখনও এই বাড়ি পণ্ডিত বাড়ি বলেই চেনেন স্থানীয় মানুষজন। আর এহেন এক ঠিকানা হঠাৎ করে এখন শিরোনামে উঠে এসেছে ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সঞ্জয় রায়ের কারণে।শম্ভুনাথ পণ্ডিতের এই বাড়িটি কলকাতার অন্যতম একটি হেরিটেজ সম্পত্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)