RG Kar Case: 'RG Kar আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি..', বিস্ফোরক অভিযোগ BJP-র পুনাওয়ালার
Shehzad Poonawalla Attacks Mamata On RG Kar: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলির অভিযোগ ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির পুনাওয়ালার
![RG Kar Case: 'RG Kar আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি..', বিস্ফোরক অভিযোগ BJP-র পুনাওয়ালার RG Kar Doctors Death Mystery Murder Case 43 Doctors transferred due to attend RG Kar Protester claims BJP leader Shehzad Poonawalla and He slams CM Mamata Banerjee RG Kar Case: 'RG Kar আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি..', বিস্ফোরক অভিযোগ BJP-র পুনাওয়ালার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/d0d18fb4993dbb6d565fae71ea48e9211723882125456484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি করা হয়েছে। হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ', বিস্ফোরক অভিযোগ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। 'উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা', আক্রমণ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। মুখ্যমন্ত্রী স্বৈরাচারের সব সীমা পেরিয়ে গেছেন বলেও অভিযোগ।
আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের মোকাবিলা করতে না পেরে এবার কি ব্যর্থতা মেনে নিলেন কলকাতার পুলিশ কমিশনার? একই সঙ্গে বিনীত গোয়েল বললেন, আরজি কর মেডিক্যালের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, তা ভাবতে পারেননি।বিনীত গোয়েল বলেন এই প্রতিবাদটা খুব শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল বলে আমার মনে হয়েছিল। যারা প্রতিবাদের ডাক দিয়েছিলেন তাদের কথায় আমার এমনটা মনে হয়েছিল। এরকম ঘটতে পারে বা মানুষ এমন কিছু করতে পারেন এমন কোনও খবর ছিল না। বোঝার ব্য়র্থতার ঘটনা এটাই প্রথম নয়।
আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায়, বড়সড় প্রশ্ন উঠে গেছে পুলিশের ভূমিকা নিয়ে। শুক্রবার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে এদিন কলকাতার পুলিশ কমিশনারের মুখে শোনা গেল এই মন্তব্য়। যা নিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেননি আন্দোলনকারী চিকিৎসকরা।
মূলত আরজিকরকাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি-অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ে। দ্রুত নেওয়া হয়েছে সিদ্ধান্ত। পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই এবার হাইকোর্টের নির্দেশে মামলা গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। তবে সেই গ্রেফতারিতেই থেমে নেই প্রতিবাদ। অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসন ও শাসকদলের দিকে।
আরও পড়ুন, পিছন থেকে আচমকা ধাক্কা, ট্রাকের সংঘর্ষে কেবিনে বসেই অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)