Saradha Chit Fund Case: সারদাকাণ্ডে দুই প্রাক্তন আইপিএস-কে তলব ইডি-র, আজ হাজিরা দিলেন একজন
রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে আগামী ২৫ মার্চ তলব করা হয়েছে
![Saradha Chit Fund Case: সারদাকাণ্ডে দুই প্রাক্তন আইপিএস-কে তলব ইডি-র, আজ হাজিরা দিলেন একজন Saradha Chit Fund Case ED summons 2 former IPS officers Surajit Kar Purkayastha Rajat Majumder Saradha Chit Fund Case: সারদাকাণ্ডে দুই প্রাক্তন আইপিএস-কে তলব ইডি-র, আজ হাজিরা দিলেন একজন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/19/0ca4e159e7a1a0a5d100ec26a41997ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
সুরজিত্ কর পুরকায়স্থকে আগামী ২৫ মার্চ তলব করা হয়েছে। সুরজিত্ কর পুরকায়স্থকে এই প্রথম ডাকা হল।
অন্যদিকে, প্রাক্তন আইপিএস রজত মজুমদারকে এই মামলায় তলব করা হয়েছিল। তিনি আজই ইডি দফতরে হাজিরা দেন। রজত আগে এই মামলায় গ্রেফতার হয়েছিলেন।
এদিকে, সারদাকাণ্ডে সিজিও কমপ্লেক্সে আজ হাজিরা দিলেন মদন মিত্র। সিজিও দফতরে হাজিরা দেন কামারহাটির তৃণমূল প্রার্থী।
সারদাকাণ্ডে আজই মদন মিত্রকে তলব করেছিল ইডি। পাশাপাশি, সারদাকাণ্ডে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তের আজ হাজিরা দেওয়ার কথা। বিবেক গুপ্তকে আজই তলব করেছিল ইডি।
ইডি-র দাবি, বিবেক গুপ্তর প্রকাশনা সংস্থা থেকে সারদার পত্রিকা ছাপা হত। এ ব্যাপারে বিবেক গুপ্তর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের আর্থিক চুক্তি ও আর্থিক লেনদেন হয়েছিল।
কেন তিনি টাকা নিয়েছিলেন? কী চুক্তি হয়েছিল? তা জানতেই জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। খবর সূত্রের। এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিবেক গুপ্ত। তাঁর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে, বেতন বাবদ ও বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য সারদা থেকে পাওয়া টাকা ইডিকে জমা দেন কুণাল ঘোষ। ইডির কাছে তিনি ২ কোটি ৬৭ লক্ষ টাকা ফেরত দেন।
২০১৭ সালে এই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে আবেদন করেছিলেন কুণাল। সারদা সংস্থা থেকে পাওয়া বেতন এবং বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য পাওয়া টাকা গতকাল ফেরত দিয়েছেন বলে দাবি করেন কুণাল।
কয়েকটি বিমা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং ৪৭ লক্ষ টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট জমা দেন কুণাল। তার আগে, তাঁকে দু'দফায় জেরা করা হয়।
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেবব্রত সরকার ওরফে নীতুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় সারদার বারুইপুরের এজেন্ট অরিন্দম দাসকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)