কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালতের
বুধবার শিয়ালদা আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব অভিজিৎ সরকারের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হবে।
হিন্দোল দে, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে শিয়ালদা আদালত জানিয়েছে, নিহত বিজেপি কর্মীর সঙ্গে তাঁর দাদার ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ডিএনএ ও ময়নাতদন্তের রিপোর্ট।
খুন হওয়ার কয়েক মুহূর্ত আগে ফেসবুক লাইভে তাঁকে মেরে ফেলার হুমকির মতো মারাত্মক অভিযোগগুলি তুলেছিলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তার কয়েক ঘণ্টার ব্যবধানেই মৃত্যু হয়েছিল তাঁর।
চার মাস পর, মৃতের দেহ হাতে পেতে চলেছে পরিবার। বুধবার শিয়ালদা আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব অভিজিৎ সরকারের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হবে। সেই সঙ্গে আদালতের হস্তক্ষেপে এদিন মৃতের ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্টও হাতে পায় পরিবার।
গত ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, মৃত্যু হয় বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে।
প্রথম থেকেই মৃতের পরিবার অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতেই খুন হয়েছেন অভিজিত্। ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। কিন্তু, মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল, যে তা সনাক্ত করতে না পারায়, দেহ গ্রহণ করেনি পরিবার। এরপর হাইকোর্টের নির্দেশে মৃতদেহের ফের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট হয়।
পরবর্তীকালে, সিবিআই এই মামলার তদন্ত শুরু করায়, তাঁদের কাছেই ছিল নথিপত্র। কিন্তু, সেই রিপোর্ট না পাওয়ায় এতদিন দেহ সৎকার করতে পারছিল না পরিবার।
অবশেষে, বুধবার আদালতের নির্দেশে, ময়নাতদন্তের প্রথম ও দ্বিতীয় রিপোর্ট এবং ডিএনএ টেস্টের রিপোর্টের কপি মৃতের পরিবারের হাতে তুলে দেয় সিবিআই। আদালত সূত্রে খবর, বিজেপি কর্মীর দাদার সঙ্গে তাঁর ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে।
Bhowanipore: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস
মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার বলেছেন, আজ আমরা খুশি। এটা একটা জয়। দেহ হাতে পেলে, হিন্দুশাস্ত্র মতে সৎকার করতে পারব।
এতদিন এনআরএস হাসপাতালের মর্গে রাখা ছিল অভিজিত্ সরকারের মৃতদেহ।