Shabaash Mithu Teaser: প্রকাশ্যে 'সাবাশ মিঠু' ছবির অফিসিয়াল টিজার
Shabaash Mithu Teaser: গত বছর এপ্রিল মাসে শ্যুটিং শুরু হয় 'সাবাশ মিঠু' ছবির। গত মাসের শেষে ছবির কাজ শেষ হয়। সূত্রের খবর, লন্ডনের লর্ডসের আইকনিক মাঠে সিনেমার বেশ কিছু অংশ শ্যুট করা হয়েছে।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) ছবির প্রথম অফিসিয়াল টিজার (Official Teaser)। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বহু প্রতীক্ষিত 'সাবাশ মিঠু' ছবিটি ক্রিকেট বায়োপিক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা তাপসী পন্নু (Taapsee Pannu)।
টিজারটি 'ওম্যান ইন ব্লু' মিতালি রাজের কৃতিত্ব তুলে ধরেছে। টিজার পোস্ট করে ক্যাপশনে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'পুরুষ আধিপত্যপূর্ণ একটি খেলায়, তিনি ইতিহাস পুনর্লিখন করার চেষ্টা করেননি… পরিবর্তে তিনি নিজের গল্প তৈরি করেছেন!'
View this post on Instagram
গত বছর এপ্রিল মাসে শ্যুটিং শুরু হয় 'সাবাশ মিঠু' ছবির। গত মাসের শেষে ছবির কাজ শেষ হয়। সূত্রের খবর, লন্ডনের লর্ডসের আইকনিক মাঠে সিনেমার বেশ কিছু অংশ শ্যুট করা হয়েছে।
আরও পড়ুন: Howrah: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রদর্শনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ভুল তথ্য পরিবেশন', গ্রেফতার ১
এর আগে আন্তর্জাতিক নারী দিবসে ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনেন ছবির নির্মাতারা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে পরিচালক লেখেন, 'তাঁর ব্যাটের স্যুইং দিয়ে তিনি ক্রিকেট খেলাকে বদলে দিয়েছিলেন এবং স্টেরিওটাইপ ভেঙেছিলেন। তিনি আমাকে এবং আরও অনেককে অনুপ্রাণিত করে চলেছেন। এই নারী দিবসে সামনের সারিতে থাকা মহিলাদের যুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে বলতে চাই "বায়াস" ভেঙে ফেলা হোক।'






















