Sayaani On Waqf Bill: 'পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হবে না..', শোনপুরে স্পষ্ট বার্তা সায়নীর
TMC Protest Rally Sayaani Ghosh On Waqf: ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে শোনপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল, কী বার্তা সায়নীর ?

হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, তুহিন অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা: ১৪ এপ্রিল অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হন পুলিশকর্মীও। রবিবার, ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে শোনপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল। সভা থেকে, একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ আক্রমণ। অন্যদিকে মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে বিজেপি আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ ও বিজেপি। সায়নী ঘোষ এদিন বলেন, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সকল মুসলিম ভাইদের প্রতি, সকল মুসলিম মা-বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরা তাঁদের পাশে আছি। আর যেখানে, যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনওভাবে লাগু হবে না।'
আরও পড়ুন, 'মমতার সরকার ফেলতে' ব্রিগেডে মাস্টারস্ট্রোক শেখালেন বাম নেত্রী বন্যা টুডু ! রাজ্যবাসীকে বড় বার্তা..
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, ২১ ছোট ধাক্কা, ২৪ মাঝারি ধাক্কা, ২৬ এ মানুষ এমন একটা ধাক্কা দেবে, যে দূরে গিয়ে পরবে। যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, আর ৪,৫,৬ মাস মতো আছেন। এনজয় ইওরসেলফ। ভাঙড়ের শোনপুরের সভা থেকে, BJP- ISF-কে এইভাবেই আল্টিমেটাম বেঁধে দিল তৃণমূল। একইসঙ্গে শাসকদলের নিশানায় রইল বিজেপিও। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, শুভেন্দু একটা দাঙ্গাবাজ, দিলীপ সুকান্ত এরা সব দাঙ্গাবাজ।
সোমবার সংশোধিত ওয়াকফ-আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি হয় ভাঙড়ে। শোনপুর বাজারে, পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। আক্রান্ত হয় পুলিশ। রবিবার, ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও তৃণমূল বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে মিছিল করে তৃণমূল। এরপর শোনপুরে হয় প্রতিবাদ কর্মসূচি। মুর্শিদাবাদে হিংসা-অশান্তির নেপথ্যেও আইএসএফ-এর হাত রয়েছে বলে আক্রমণ করেছে তৃণমূল।
সওকত মোল্লা আরও বলেন, মালদাতে গিয়েও গন্ডগোল বাড়িয়েছে ISF, মুর্শিদাবাদে গেছে, এখান থেকে নিয়ে গিয়ে দাঙ্গা বাধিয়েছে ধূলিয়ান, মুর্শিদাবাদ, মালাদাতে। যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ISF এখন বিজেপি সব B টিম হয়ে গেছে সব। মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন। বাংলাকে অশান্ত করানোর চক্রান্ত। ধর্মের ভেদাভেদ, ধর্মের রাজনীতি।' পাল্টা সওকত মোল্লাকে কোনও গুরুত্বই দিতে চাননি ভাঙড়ের ISF বিধায়ক।
ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন,' ও (সওকত মোল্লা) নটোরিয়াস ক্রিমিনাল যেটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, আর মমতা ব্যানার্জী বলেছে তাঁকে (সওকত মোল্লা), তুই বোম বাঁধিস? আমি সত্যি বলছি, ওদের উত্তর আমি দিতে চাই না।'বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, রবীন্দ্রনাথ নজরুরলের এই বাংলয় শওকতের কথার কোনও উত্তর দেব না। যাকে মুখ্যমন্ত্রী বোমা বাঁধার কথা বলছিলেন, সে বলছে সম্প্রীতির কথা। বাবা গো! শোনপুর বাজারের তাণ্ডবের ঘটনায় ধরপাকড় চালিয়ে, এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে অধিকাংশই আইএসএফ কর্মী বলে সূত্রের খবর।






















