Strand Road Fire: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত ৭ সদস্যের সিট
কলকাতা পুলিশ, দমকল ও রেল আলাদাভাবে তদন্ত করছে...
কলকাতা: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ, দমকল ও রেল আলাদাভাবে তদন্ত করছে। পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে ৭ সদস্যের সিট গঠন করা হয়েছে।
পাশাপাশি, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
নিউ কয়লাঘাট ভবনের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের দুটি ধারায় মামলা রুজু হয়েছে। এদিন, ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।
রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের দেহই সনাক্ত করা হয়েছে। গতকালের ওই আগুনে ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। ৭ জনের মৃত্যু হয়েছে ঝলসে। আর দু’জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে।
গতকালের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দমকল আধিকারিক গিরিশ দে-র। মৃত্যু হয়েছে ৩ দমকলকর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েতের। মৃত্যু হয়েছে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডলের। মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানির। এছাড়া, মৃত্যু হয়েছে রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাসের মৃত্যু। রেলের সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক শ্রাবণ পাণ্ডের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের।
স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। সূত্রের খবর, মঙ্গলবার রাতের মধ্যেই স্বাভাবিক হবে রেলের অনলাইন বুকিং।
গতকালের অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত পূর্ব ভারতের রেলের অনলাইন বুকিং। রেল সূত্রে খবর, ‘আগুনে সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি রেলের সার্ভার। অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ইমার্জেন্সি সার্ভার চালু করা হয়।
ট্রেন ছাড়ার চার্ট তৈরিতে সমস্যা হওয়ায়, সেকেন্দ্রাবাদে মেন সার্ভারের মাধ্যমে অটো চার্ট মোডে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এর জেরে ভোগান্তির শিকার হচ্ছেন অসংখ্য যাত্রী।
তবে, এদিন রাতেই পুনরায় শুরু হতে চলেছে অনলাইন টিকিট বুকিং, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।