এক্সপ্লোর

Top Entertainment News Today: ভুয়ো ছবির ফাঁদে সামান্থা, প্রয়াত অভিনেতা বার্নার্ড হিল, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন ধরে সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল দেখে নেওয়া যাক।

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল (Bernard Hill Passes Away)। এবার ভুয়ো ছবির জালে জড়ালেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 

গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় মডেল

ইনস্টাগ্রামে দেড় লাখের ওপরে ফলোয়ার্স ছিল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ল্যান্ডি পাররাগা গ্যাবুরোর (Landy Párraga)। কিন্তু তার মধ্যেই যে লুকিয়েছিল শত্রু, তা স্বপ্নেও কল্পনা করেননি ল্যান্ডি। ঘটনাটি ইকুয়েডরে। নিজের এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন ল্যান্ডি। সেখানে বসে অক্টোপাস খাচ্ছিলেন তিনি। আর নিজের ডিশের ছবি তুলে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রথামাফিকই। তবে হঠাৎ সেখানে উপস্থিত হয় কয়েকজন বন্ধুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ল্যান্ডির দেহ। শেষবারের মতো সাহায্য চাইতে গেলেও ল্যান্ডিকে ফের এক রাউন্ড গুলি করা হয়। গুলুতে ঝাঁঝরা হয়ে ল্যান্ডির দেহ পড়ে ধারে স্যুইমিং পুলের ধারে। লাল হয়ে যায় জল। নারকীয় এই হত্যাকাণ্ড দেখে আতঙ্কে স্থবির রেস্তোরাঁর বাকি সবাই। যখন তাঁরা ল্যান্ডিকে সাহায্য় করতে এগিয়ে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, ল্যান্ডি ইনস্টাগ্রামে যে রেস্তোরাঁকে ট্যাগ করেছিলেন, সেখান থেকেই ল্যান্ডির খোঁজ পায় ও দুষ্কৃতীরা। তবে কেন এই নারকীয় হত্যাকাণ্ড তার উত্তর এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

প্রয়াত 'টাইটানিক' অভিনেতা বার্নার্ড হিল

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ব্রিটিশ অভিনেতা, বার্নার্ড হিল (Bernard Hill Passes Away)। বয়স হয়েছিল ৭৯। 'টাইটানিক' (Titanic) ও 'দ্য লর্ড অফ দ্য রিংস' (The Lord Of The Rings) ট্রিলজির মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকসন (Barbara Dickson) তাঁর এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) বার্নার্ড হিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি নিজের সঙ্গে প্রয়াত অভিনেতার এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিলের মৃত্যু হয়েছে। আমরা একসঙ্গে 'জন পল জর্জ রিঙ্গো অ্যান্ড বার্ট', 'উইলি রাসেল মার্ভেলাস শো' ১৯৭৪-১৯৭৫-এ। সত্যিই এক অনবদ্য দুর্দান্ত অভিনেতা। তাঁর সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের। চিরশান্তিতে থেকো বেনি, বার্নার্ড হিল।'

সাইবার প্রতারণার শিকার অভিনেতার স্ত্রী

 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী আরাধনা বেদী (Aradhana Bedi) এবার সাইবার প্রতারণার শিকার। ফোনে কথা বলতে বলতেই খোয়ালেন প্রায় ৫ লক্ষ টাকা। অথচ কোনও ওটিপি বলেননি, কোনও ব্যাঙ্কের তথ্য কাউকে শেয়ারও করেননি তিনি। তারপরেও সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেতার স্ত্রী। এই বছরের শুরুর দিকেই রাকেশ বেদীও প্রতারণার শিকার (Cyber Scam) হয়েছিলেন। ফ্ল্যাট বিক্রির অছিলায় এক ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলে দাবি করে রাকেশ বেদীর (Rakesh Bedi) থেকে ৮৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন। টেলিঅভিনেতা রাকেশ বেদীর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে এবার উধাও হল ৪.৯৮ লক্ষ টাকা। একটি ফোনে এক অচেনা ব্যক্তি আরধনাকে জানিয়েছিলেন যে ৪.৯৮ লাখ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আরাধনার অ্যাকাউন্টে ভুলবশত ট্রান্সফার হয়ে গিয়েছে। সেই জন্য টাকাটা ফেরত পাবার জন্য তিনি আরধনার কাছ থেকে ওটিপিও চেয়ে বসেন। কিন্তু ওটিপি দেননি আরাধনা বেদী (Aradhana Bedi)। তবু তাঁর কিছুক্ষণ পরে ফোন রেখে তিনি বুঝতে পারেন ফোনে কথা বলতে বলতেই সত্যি সত্যি টাকা উধাও হয়ে যায় আরাধনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

প্রয়াত ইউটিউবার 'Angry Rantman' ওরফে অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা চেলসির

মাত্র ২৭ বছর বয়সে গত এপ্রিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে 'Angry Rantman'। বিশ্বজুড়ে একাধিক অনুরাগী শোকস্তব্ধ হয়ে যান এই খবর শুনে। তাঁর ফুটবল প্রেম, বিশেষ করে চেলসি (Chelsea) প্রীতির কথা মাথায় রেখে দলের তরফে বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সম্প্রতি 'ওয়েস্ট হ্যাম ইউনাইটেড' (West Ham United) দলের বিরুদ্ধে একটি ম্যাচে চেলসির তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন শ্রদ্ধা নিবেদনের ছবি ও ভিডিও পোস্ট করে টম ওভারেন্ড। তিনিও অপর এক চেলসি অনুরাগী এবং কন্টেন্ট ক্রিয়েটার। ভিডিও পোস্ট করে টম লেখেন, 'স্ট্যামফোর্ড ব্রিজে অভ্রদীপ সাহার জন্য শ্রদ্ধা নিবেদন। ক্লাবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এর জন্য।' 

ভুয়ো ছবির ফাঁদে সামান্থা রুথ প্রভু! 

এবার ভুয়ো পোস্টের শিকার দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। একাধিক অভিনেতা ও অভিনেত্রী ইতিমধ্যেই ভুয়ো ভিডিও ও ছবির ফাঁদে পড়েছেন (Fake Pictures)। এবার সেই তালিকায় নাম উঠল সামান্থারও। মর্ফ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে অন্য ছবিতে অভিনেত্রীর মুখ বসিয়ে ভাইরাল করে দেওয়া হয়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যেখানে তিনি 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি'র উপকারিতা ব্যাখ্যা করেন। এরপরই অভিনেত্রীর মুখ বসানো একটি ভুয়ো ছবি অনলাইনে ছেড়ে দেওয়া হয়, দাবি করা হয় ওই নির্দিষ্ট ছবিটি পোস্ট করে নাকি মুছে দেন অভিনেত্রী। অনুরাগীরা যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গেই ধরে ফেলেন যে ওই ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো। একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, 'সাইবার ক্রাইমের একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রায় ৩০টিরও অধিক এক্স হ্যান্ডলের বিরুদ্ধে যেগুলি থেকে ক্রমাগত সামান্থার ভুয়ো ও মর্ফড ছবি পোস্ট করা হচ্ছিল।'

আরও পড়ুন: Rupali Ganguly: শ্যুটিংয়ের ঝলক পোস্ট করলেন 'অনুপমা' রূপালি গঙ্গোপাধ্যায়, ছুড়লেন উড়ন্ত চুম্বন

কাঞ্চনের জন্মদিনে ভালবাসায় ভরালেন শ্রীময়ী

কটাক্ষ, সমালোচনা, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে এখন সুখে সংসার করছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের আগে বা পরে তাঁদের সম্পর্ককে নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি। তবে বরাবরই সেসব কথা কানে না নিয়ে তাঁরা প্রশ্রয় দিয়েছেন নিজেদের ভালবাসাকে। মার্চের শুরুর দিকেই রীতি মেনেই বাঁধা পড়েছেন সাত পাকে। আজ, ৬ মে, জন্মদিন কাঞ্চনের। এদিন নিজের প্রোফাইলে একসঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন শ্রীময়ী। ঘুরতে গিয়ে বা আউটডোরে তোলা ছবি বলে মনে হয়। ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয় থেকে তোমার হৃদয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা, আমার ভালবাসা। আমার জীবনে তোমার মতো একজনকে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। তোমার হৃদয় যেন ঠিক একইভাবে আনন্দে পরিপূর্ণ থাকে যেভাবে বছরের পর বছর ধরে তুমি আমার হৃদয় ভরিয়েছ। ভালবাসি।' ছবি পোস্ট করে, শুভেচ্ছা জানিয়ে অবশ্য কমেন্ট বক্স বন্ধ রেখেছেন অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Gold Price 2025 : চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
Best SUVS India: বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
East Midnapur News: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
Senco Gold Stock Price: ২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVEAsansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতিAsansol News: এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের, পদপিষ্টের পরিস্থিতি | ABP Ananda LIVEArms Recovery: জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত বে়ড়ে ৫ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price 2025 : চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
Best SUVS India: বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
East Midnapur News: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
Senco Gold Stock Price: ২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
Arjun Singh: অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির জের, দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা NIA আদালতের ?
অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির জের, দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা NIA আদালতের ?
Ranveer Allahbadia: 'এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে', নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
'এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে', নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
New Delhi Station Stampede: নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিখোঁজ বহু, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ ! হাসপাতালের বাইরে হাহাকার পরিজনদের..
নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিখোঁজ বহু, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ ! হাসপাতালের বাইরে হাহাকার পরিজনদের..
Asteroid 2024 YR4: ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?
৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.