এক্সপ্লোর
ভোরে উল্টোডাঙার ডালপট্টিতে আগুন, ভষ্মীভূত দুটি গুদাম
দমকলের ৭টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থালে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন
কলকাতা: উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডে ডালপট্টিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দুটি গুদাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটি চালকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















