Weather Update: রবিবাসরীয় বিকেলে কালবৈশাখী কলকাতায়, শিলাবৃষ্টি জেলাতে
অসহ্য গরম থেকে খানিক স্বস্তি। চৈত্রের বিকেলেই কালবৈশাখী বয়ে গেল কলকাতায়। বীরভূমের দুবরাজপুর ও বর্ধমানে একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।
কলকাতা: পূর্বাভাস ছিল, রবিবার কলকাতায় বৃষ্টি হতে পারে। কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে অবশেষে মরশুমের প্রথম কালবৈশাখী হানা দিল কলকাতায়। সঙ্গে নামল জোর বৃষ্টি। তীব্র গরমের পর অবশেষে শান্তি পেলেন কলকাতার সাধারণ মানুষ।
বিকেল হতেই আকাশ ঢেকেছিল জলভরা মেঘে। কিছুক্ষণের মধ্যেই তুরীয় তৃপ্তি। অসহ্য গরম থেকে খানিকটা স্বস্তি।
৪৫ কিলোমিটার বেগে ধেয়ে এল ঝোড়ো হাওয়া। চৈত্রের বিকেলেই কালবৈশাখী নামল কলকাতায়। মরশুমের প্রথম বৃষ্টির জলে এদিন মাটি ভেজে নিউটাউনেরও।
শুধু মহানগর নয়, বৃষ্টিতে স্নাত জেলাও। বীরভূমের দুবরাজপুর ও বর্ধমানে একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। বোলপুরে ঝড়ের দাপটে উপড়ে গেল গাছ, নদিয়াতেও স্বস্তির বৃষ্টি।
ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে হাঁসফাঁস গরম থেকে স্বস্তির ছবির দেখা মিলল জেলাতেও।
দুপুর থেকেই আকাশজুড়ে ছিল কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণের মধ্যেই সিউড়ি, দুবরাজপুর , কীর্ণাহার সহ বেশকিছু জায়গায় শিলাবৃষ্টি শুরু হয়।
প্রবল গরমের মধ্যেই এদিন হুগলির চুঁচুড়া, ব্যাণ্ডেল, সিঙ্গুর, শ্রীরামপুরে শিলাবৃষ্টি হয়। রবিবার শিলাবৃষ্টি হয় বর্ধমানের বেশকিছু জায়গায়।
ব্যপক ঝড়-বৃষ্টি হয় কল্যানী , চাকদা, রাণাঘাট, শান্তিপুর সহ নদিয়ার একাধিক জায়গায়। এদিন মরশুমের প্রথম বৃষ্টিতে বেশকিছু গাছ উপড়ে যান চলাচল ব্যহত হয় বোলপুরে।
গাছ পড়ে ভেঙে গিয়েছে বেশ কিছু দোকানপাটও। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে গেছে। টোটোর উপরও গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও প্রশাসন সমগ্র বিষয়টি উপর নজর রাখছে। রাস্তার উপর পড়ে যাওয়া গাছ দ্রুত সরিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বোলপুর মহকুমা প্রশাসন।
বিকেল হতেই আকাশ ঢেকেছিল জলভরা মেঘে! কিছুক্ষণের মধ্যেই নামল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। উপরি পাওনা শিলাবৃষ্টি।
যার বৃষ্টিতে ভিজল, আর যারা ভিজল না- সবাই পেল অসহ্য গরম থেকে স্বস্তি। চৈত্রের বিকেলেই কালবৈশাখী নামল কলকাতায়! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৪৫ কিলোমিটার বেগে বয়ে যায় ঝোড়ো হাওয়া!
নদিয়া, হুগলি, থেকে বর্ধমান, বীরভূম...ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে হাঁসফাঁস গরম থেকে স্বস্তির ছবির দেখা মিলেছে জেলাতেও।
দুপুর থেকেই আকাশজুড়ে ছিল কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণের মধ্যেই সিউড়ি, দুবরাজপুর , কীর্ণাহার সহ বেশকিছু জায়গায় শিলাবৃষ্টি শুরু হয়।
বেশকিছু গাছ উপড়ে যান চলাচল ব্যহত হয় বোলপুরে। হুগলির চুঁচুড়া, ব্যাণ্ডেল, সিঙ্গুর, শ্রীরামপুরেও শিলাবৃষ্টি হয়। ব্যাপক ঝড়-বৃষ্টি হয় কল্যাণী, চাকদা, রাণাঘাট, শান্তিপুর সহ নদিয়ার একাধিক জায়গায়।