West Bengal Election 2021: পিজি-র অধিকর্তাকে হুমকি, ভিডিও ভাইরাল, বিতর্কের মুখে ক্ষমাপ্রার্থী মদন
এসএসকেএম হাসপাতালের অধিকর্তাকে হুমকি, মদন মিত্রর ভিডিও ভাইরাল।এসএসকেএমের অধিকর্তাকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী। সেইসঙ্গে এসএসকেএমের অধিকর্তার ঘরে ঢুকে আন্দোলনের হুমকিও দিলেন।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভোটের আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মদন মিত্রর মিউজিক ভিডিও!
এর মধ্যে আবার সামনে এসেছে আরেকটি ভাইরাল ভিডিও, যেখানে এসএসকেএম-এ দাঁড়িয়ে হাসপাতালের অধিকর্তাকে কার্যত তুলোধোনা করতে শোনা গেছে সেই মদন মিত্রকে। ভিডিওতে বলতে শোনা গিয়েছে, এআরআই, সিটি স্ক্যানে কীভাবে টাকা খাওয়া হচ্ছে? এক একটা রোগী ভর্তি করতে ৮০ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে। ডিরেক্টর কি করছেন? কেন ঠান্ডা ঘরে বসে থাকেন?
বুধবার এসএসকেএম হাসপাতালে যান মদন মিত্র। একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে সেখানে সরব হয়েছিলেন প্যারামেডিক্যাল পড়ুয়ারা। ওই ছাত্র-ছাত্রীদের সামনে দাঁড়িয়েই অধিকর্তাকে হুমকি দিতে দেখা যায় মদন মিত্রকে। ভিডিওতে বলতে শোনা যায়, প্যারামেডিক্যাল, গ্রুপ ডি কর্মীদের ইচ্ছাকৃতভাবে বিজেপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসপাতালটাকে নষ্ট করা হচ্ছে ... পরের দিন ডিরেক্টরের ঘরে মিটিং করব। যদি জায়গা না পাই আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবেন। ছাত্র-ছাত্রীরা আপনার ঘরে মিটিং করবে।
দুর্নীতির অভিযোগ নিয়ে হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।বলেন, <আমি বেরিয়ে যাওয়ার পর স্লোগান দেবেন না। একবার দুবার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন। পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দেবেন। দুর্নীতিবাজ ডিরেক্টরের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। অলি গলিমে শোর হ্যায় মণি ব্যানার্জি চোর হয়। ওকে কোথায় কি করতে হয় আমি দেখছি।
ভাইরাল ভিডিও-র সত্যতা স্বীকারও করে নিয়েছেন মদন মিত্র। পাশাপাশি কেন হাসপাতালে গিয়েছিলেন সেই ব্যাখ্যা দিয়ে, অধিকর্তার কাছে ভুল স্বীকার করেছেন বলেও জানান মদন মিত্র। তিনি বলেছেন,শোভনদেব চট্টোপাধ্যায় ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। মন্টুরাম পাখিরা হাসপাতালে ভর্তি। তাঁদের দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি তীব্র আন্দোলন চলছে। আমি থামাতে চাই। এসএসকেএমে দালাল চক্র সক্রিয়। এখনও বেড পেতে সমস্যা হয়। টেন্ডার নিয়ে একটা তথ্য ছিল। সেটা ঠিক তথ্য ছিল না। গতকাল ডিরেক্টরকে ফোন করি। দুঃখ পেলে খারাপ লাগলে চাকরি ছেড়ে দেবেন না। আমি ভুল স্বীকার করলাম।
এই ঘটনার পর হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এক সময়ে এসএসকেএম-এর রোগী কল্যাণ সমিতিতে ছিলেন মদন মিত্র। বিধায়ক পদ হারানোর পর, সেই পদ গেছে। কিন্তু, সেই এসএসকেএম-এর অধিকর্তাকে হুমকি দিয়ে এবার বিতর্কে জড়ালেন মদন মিত্র।