Weather Update: ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া, রাজ্যের ১৩ জেলায় দুর্যোগের হলুদ সতর্কতা !
West Bengal Weather Update : আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? বিস্তারিত জানাল আইএমডি

ঐশী মুখোপাধ্যায়, রাজা চট্টোপাধ্য়ায় ও বাচ্চু দাস, কলকাতা :আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
IMD সূত্রে খবর, আজ থেকে পরশুদিন ৯ অক্টোবার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা অবধি হলুদ সতর্কতা আওতায় রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা। তবে কাল সকাল সাড়ে আটটা অবধি হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং ও উত্তর দিনাজপুরেও। তবে বুধবার সকাল সাড়ে আটটার পর আর হলুদ সতর্কতা ইন্ডিকেট করেনি আইএমডি। তবে ৮ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার হলুদ সতর্কতার আওতায় দার্জিলিং ও জলপাইগুড়ির পাশাপাশি তালিকায় ঢুকছে কোচবিহারও। মোটামোটি যেকটি জেলায় হলুদ সতর্কতা থাকছে সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে।বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বাংলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
IMD সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আগামীকাল অর্থাৎ ৮ অক্টোবার সকাল সাড়ে ৮ টা অবধি। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। তবে কাল সকাল সাড়ে ৮ থেকে পরশু অর্থাৎ বৃহস্পতিবার অবধি এই হলুদ সতর্কতার তালিকাটা একটু বদল হচ্ছে। কেউ সতর্কতার আওতা থেকে বের হচ্ছে। কেউ বা নতুন করে তালিকায় আসছে। মোটের উপর বুধ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা অবধি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, এবং পূর্ব বর্ধমানে।
কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়ায়। বৃহস্পতিবার বজ্রবিদ্যিৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।শুক্র ও শনিবার বৃষ্টি কমবে।রবি ও সোমবার থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার।
বৃষ্টিতে-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ! পাহাড়ের পাকদণ্ডীতে শোক-কান্না-বিলাপ!সব শেষ!তছনচ একের পর এক পরিবার!দুধিয়া বাসিন্দা নিশা মণ্ডল বলেন, ব্রিজ ভাঙার আওয়াজ পেয়ে সব গ্রামবাসী পালিয়ে গিয়েছিল। সারা রাত ঘুমোই না। ভয় লাগে। উপর থেকে ধস নামলে পুরো দুধিয়া ভাসিয়ে নিয়ে যাবে। বাঁধ নেই। ব্রিজও ভেঙে গেছে। দুধিয়া বাসিন্দা জয়ন্ত খাতি বলেন, এর কোনও গ্যারান্টি আছে? এখানে কোনও বাঁধ নেই, কিছু নেই। আমাদের বাঁধ চাই এখানে। আতঙ্কে থাকি, ঘুমোতে পারি না। কী করব? সবার নজর এখন আকাশের দিকে!ফের কি নেমে আসবে আকাশভাঙা বৃষ্টি? দুরুদুর বুক..উদ্বেগ আতঙ্ক!নাগরাকাটার সুভাষপল্লি বাসিন্দা রজত সরকার বলেন, আমার মনে হয় না যে এই জীবনকালে ওই দৃশ্য আমার চোখের থেকে যাবে। বাবা-মা গ্রিলের মধ্যে দাঁড়িয়ে বাঁচাও, বাঁচাও চেঁচাচ্ছে। কোন ছেলে ওটা দাঁড়িয়ে দেখতে পারে? এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের ফের পূর্বাভাস।























