(Source: ECI/ABP News/ABP Majha)
Yellow Taxi App Cab Strike: তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ট্যাক্সি, অ্যাপ-ক্যাব চালকদের ধর্মঘট, ভোগান্তি যাত্রীদের
ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে রাজ্য সরকারকে একাধিক বার চিঠি দিলেও কোনও সাড়া মেলেনি। তাই ধর্মঘটের পথে যেতে হয়েছে বলে দাবি এআইটিইউসি অনুমোদিত সংগঠনের
কলকাতা: তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ, সোমবার এআইটিইউসি-র ট্যাক্সি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে রাস্তায় হলুদ ট্যাক্সি অনেকটাই কম।
বাম সংগঠন ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির অভিযোগ, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সঙ্কটে পড়েছেন ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকেরা।
অভিযোগ, ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে রাজ্য সরকারকে একাধিক বার চিঠি দিলেও কোনও সাড়া মেলেনি। তাই ধর্মঘটের পথে যেতে হয়েছে বলে দাবি এআইটিইউসি অনুমোদিত ওই সংগঠনের।
পাশাপাশি, অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থাগুলির চাপে সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট চালকরা। এমনই অভিযোগ ওই বামপন্থী সংগঠনের।
আজ, সোমবার সংগঠনের তরফে দুপুর ১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করবেন অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সির চালকেরা।
শাসকদল ঘনিষ্ঠ ট্যাক্সিচালক সংগঠন ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন’স ইউনিয়ন’ অবশ্য এই ধর্মঘটের বিরোধিতা করেছে।
মিনিবাস সংগঠনের তরফেও জানানো হয়েছে, তেলের দাম বৃদ্ধির কারণে আজ রাস্তায় কিছু বাস কম নামানো হবে।