Maha Kumbh 2025: একটানা ব্রতপালনের কথা ছিল, মহাকুম্ভে দ্বিতীয় দিনেই অসুস্থ Apple-স্রষ্টা স্টিভ জবসের স্ত্রী
Steve Job's Wife Laurene Powell: রবিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর, সোমবার মহাকুম্ভে পৌঁছন লরেন।
নয়াদিল্লি: মহাকুম্ভে যোগ দিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রয়াত Apple স্রষ্টা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। কুম্ভমেলার দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর সারা গায়ে অ্যালার্জি বেরিয়েছে বলে জানা গিয়েছে। তার পরও লরেন গঙ্গায় ডুব দিতে চান বলে খবর।। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সহযোগীরা। (Maha Kumbh 2025)
রবিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর, সোমবার মহাকুম্ভে পৌঁছন লরেন। এবারের কুম্ভমেলায় ১৪৪ বছর পর মহাযোগ বেরিয়েছে। তাই কুম্ভমেলায় অংশ নিতে সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন তিনি। সেই উপলক্ষে তাঁর নয়া নামকরণও হয়। ভারতে লরেনের নয়া নাম হয় 'কমলা'। তাঁকে কন্যাস্বরূপ গ্রহণ করেন নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি। (Steve Job's Wife Laurene Powell)
কিন্তু সোমবার মেলা শুরু হওয়ার পর, মঙ্গলবার দ্বিতীয় দিনেই লরেন অসুস্থ হয়ে পড়েছেন। এত মানুষের ভিড়ে কখনও থাকেননি লরেন। তাঁর অ্যালার্জির সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন কৈলাসানন্দ। লরেন তাঁর শিবিরেই রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি, লরেন খুব সহজ-সরল জীবনযাপন করেন। ভারতীয় সংস্কৃতির অংশ হতে তাঁর মতো অনেকেই ছুটে এসেছেন মহাকুম্ভে।
#MahaKumbh2025
— Aishwarya Paliwal (@AishPaliwal) January 13, 2025
In a saffron attire, wife of Apple co-founder late Steve Jobs, Laurene Powell Jobs at the Maha Kumbh in Prayagraj. pic.twitter.com/qPxD0h7Ech
লরেন সম্পর্কে কৈলাসানন্দ বলেন, "উনি অত্যন্ত ধার্মিক। আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। আমাদের সংস্কৃতি সম্পর্কে শিখতে চান। আমাকে বাবা হিসেবে, গুরু হিসেবে শ্রদ্ধা করেন। ওঁর থেকে সকলের শেখা উচিত। গোটা পৃথিবী ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিচ্ছে। "
এর আগে, কৈলাসানন্দ জানিয়েছিলেন, মহাকুম্ভে ১০ দিন 'কল্পবাস' পালন করবেন লরেন। সঙ্গমের তীরে আধ্যাত্মিক বিকাশের জন্য একটানা অবস্থানই কল্পবাস। পুণ্যলাভের জন্য এই কল্পবাসের চল রয়েছে। কল্পবাস করলে মনের ইচ্ছে পূরণ হয় এবং বার বার জন্মগ্রহণ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস। এই কল্পবাসের ফলে মন এবং শরীর, দুই-ই উজ্জীবিত হয় বলে মনে করা হয়। কিন্তু অসুস্থ হওয়ার পর লরেন সেই নিয়ম পালন করতে পারবেন কি না, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। লরেনের সহযোগীরাও তাঁকে নিয়ে উদ্বিগ্ন।
লরেনের আগে, একসময় আধ্যাত্মিকতায় ডুব দিয়েছিলেন স্বয়ং স্টিভ জবসও। বাবা নীম করোলীর ভক্ত ছিলেন তিনি। গুরু হিসেবে মানতেন। সাতের দশকে বেশ কয়েক মাস ভারতে আধ্যাত্মিক সফরে এসেছিলেন স্টিভ জবস। নৈনিতালের কঞ্চীধামেও গিয়েছিলেন। লরেনও সনাতনের অনুসারী বলে জানা গিয়েছে।