লাভ জিহাদের পর পাথরবাজদের বিরুদ্ধে আইন মধ্যপ্রদেশে, ওরা সমাজের শত্রু, বললেন শিবরাজ
রবিবার ভোপালে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ ইঙ্গিত দেন, পাথরবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি বলেন, যাঁরা পাথর ছোঁড়েন তাঁরা সমাজের শত্রু। তাঁর কথায়, পাথর ছোঁড়া কোনও সাধারণ অপরাধ নয়। মানুষের মৃত্যু ঘটতে পারে।
ভোপাল: পাথরবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার কড়া অবস্থান নিচ্ছে মধ্যপ্রদেশ সরকার। এর আগে লাভ জিহাদ বিরোধী আইন এনেছিল শিবরাজ সিংহ চৌহানের সরকার। পাথর ছোঁড়া রুখতে এবার আইন আনা হবে পাথরবাজদের বিরুদ্ধে। এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।
রবিবার ভোপালে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ ইঙ্গিত দেন, পাথরবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি বলেন, যাঁরা পাথর ছোঁড়েন তাঁরা সমাজের শত্রু। তাঁর কথায়, পাথর ছোঁড়া কোনও সাধারণ অপরাধ নয়। মানুষের মৃত্যু ঘটতে পারে। ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সমাজে। আর এর থেকে আতঙ্ক, ভীতি তৈরি হয়। এই অপরাধীরাও কোনও সাধারণ অপরাধী নয়। তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন আনা হবে।তিনি এদিন আরও বলেন, শুধু পাথর ছুঁড়েই নয়, আগুন ধরিয়েও সরকারি, বেসরকারি সম্পত্তি নষ্ট করা হয়। কোনও দোকনে আগুন ধরিয়ে দেওয়া বা সম্পত্তির ক্ষতি ক্ষমার অযোগ্য অপরাধ। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ ভাবেও আন্দোলন করা যায়। কিন্তু সরকারি, বেসরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া বরদাস্ত করা হবে না। তাই সরকার কড়া ব্যবস্থা নেবে বলে ঠিক করেছে। যারা এই সম্পত্তি নষ্ট করবে তাঁদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েকদিনে মধ্যপ্রদেশের একাধিক শহরে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। এরপরই কড়া ব্যবস্থার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।