এক্সপ্লোর
১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত, কৃতকর্মের জন্য লজ্জিত, বলেছেন ধর্ষণে অভিযুক্ত চিন্ময়ানন্দ, দাবি সিটের
চিন্ময়ানন্দকে মেয়েটির অভিযোগের ভিত্তিতে আজ সকালেই তাঁর শাহজাহানপুরের বাসভবন থেকে গ্রেফতার করে সিট। স্থানীয় আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

নয়াদিল্লি: কলেজছাত্রীর তোলা ধর্ষণের অভিযোগের মুখে নিজের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা চিন্ময়ানন্দ। এমনই দাবি উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্ত দলের (সিট)। ধর্ষণের অভিযোগ সরাসরি স্বীকার না করলেও তাঁর দিকে আঙুল তোলা ওই আইন পড়ুয়া ছাত্রীকে দিয়ে ম্যাসাজ করাতেন, কথা বলার সময় তাঁর প্রতি অশালীন শব্দ ছুঁড়ে দিতেন, মেনে নিয়েছেন চিন্ময়ানন্দ। তাঁকে এক বছর ধরে চিন্ময়ানন্দ যৌন নিগ্রহ করেছেন বলে দাবি মেয়েটির। চিন্ময়ানন্দকে মেয়েটির অভিযোগের ভিত্তিতে আজ সকালেই তাঁর শাহজাহানপুরের বাসভবন থেকে গ্রেফতার করে সিট। স্থানীয় আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এর পাশাপাশি হুমকি, ভয় দেখানো বার্তা পাঠিয়ে চিন্ময়ানন্দের কাছ থেকে ৫ কোটি টাকা তোলা নেওয়ার চেষ্টার অভিযোগেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময়ানন্দের আইনজীবী ওম সিংহ বলেছিলেন, দিল্লি পুলিশের কাছে পেশ করা ছাত্রীর আবেদনের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে সিট চিন্ময়ানন্দকে গ্রেফতার করেছে বলে জেনেছি। বৃহস্পতিবার বিকালেই শাহজাহানপুর হাসপাতাল থেকে নিজের আশ্রমে পৌঁছন চিন্ময়ানন্দ। সেখানে দুদিন চিকিত্সার জন্য ভর্তি ছিলেন তিনি। বুকে ব্যথা হচ্ছে বলে জানানোর পর তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগকারিনী চিন্ময়ানন্দের নেতৃত্বে গঠিত সংগঠনের চালানো একটি কলেজেরই ছাত্রী। শাহজাহানপুরে এক ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া তাঁর বক্তব্য সামনে আসার চারদিন বাদে বিজেপি নেতা ও বাকিদের গ্রেফতার করা হয় আজ। বুধবারই ওই ছাত্রী হুমকি দিয়েছিলেন, সিট চিন্ময়ানন্দকে ধর্ষণ মামলায় অভিযুক্ত না করলে তিনি গায়ে আগুন দেবেন। চিন্ময়ানন্দকে যৌন নিগ্রহে অভিযুক্ত করে দিল্লি পুলিশের কাছেও আবেদন পেশ করেন তিনি। সু্প্রিম কোর্টের নির্দেশে ছাত্রীর অভিযোগের তদন্তে সিট গঠন করা হয়। এ ঘটনায় প্রথম মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। তিনি চিন্ময়ানন্দের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করেন। ৫ কোটি টাকা চেয়ে চিন্ময়ানন্দকে হুমকি-বার্তা পাঠানোর অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















