LIVE UPDATES: দিল্লি পৌঁছলেন ট্রাম্প, কাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
LIVE

Background
নয়াদিল্লি: আজই ভারতে এসে পৌঁছচ্ছে এয়ারফোর্স ওয়ান। মার্কিন প্রেসিডেন্টদের জন্য নির্দিষ্ট এই বিমানে করে আমদাবাদে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আমদাবাদে একটি বিশাল রোড শো-য় যোগ দেওয়ার পর তাঁরা যাবেন মোতেরা স্টেডিয়ামে, সেখানে হবে ‘নমস্তে ট্রাম্প’।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদ রওনা দেবেন।
বেলা ১১টা ৪০ নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে এয়ারফোর্স ওয়ান। ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ছাড়া থাকছেন মেয়ে ইভাঙ্কা, জামাতা জারেড কুশনার ও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা। ৩৬ ঘণ্টার সফর শুরু হবে একটি রোড শো দিয়ে, তারপর তিনি যাবেন সবরমতী আশ্রমে। হৃদয়কুঞ্জে গিয়ে সস্ত্রীক ট্রাম্পের চরকা কাটার কথা। আশ্রমের ভিতর তাঁদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের গন্তব্য মোতেরা স্টেডিয়াম। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ফের এক সঙ্গে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টকে। তাঁদের হাত দিয়ে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। ট্রাম্পের সামনে সঙ্গীত পরিবেশন করবেন গায়ক কৈলাস খের। স্টেডিয়ামের ভিতরে ট্রাম্পের বসার জন্য তৈরি করা হয়েছে একটি প্রেসিডেন্সিয়াল স্যুট। স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশাল একটি মঞ্চ। এখান থেকেই ভাষণ দেবেন মোদী এবং ট্রাম্প।
মোতেরা থেকে মার্কিন প্রেসিডেন্ট যাবেন আগ্রায়, তাজমহল দর্শনে। শাহজাহান-মুমতাজের সমাধি সৌধও দেখার কথা সস্ত্রীক ট্রাম্পের। সাড়ে সাতটা নাগাদ তাঁরা আসবেন দিল্লিতে। মঙ্গলবার গোটা দিন কাটবে সরকারি নানা কাজকর্ম ও বৈঠকে। ভারত-মার্কিন প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক নিয়ে এই সফরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হওয়ার কথা, যদিও বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু হওয়ার সম্ভাবনা কম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
