West Bengal News Live: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় সিবিআই
জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: বিজেপিতে ফের ভাঙন। তন্ময়ের পর এবার পদ্ম ছেড়ে জোড়াফুলে বাগদার বিশ্বজিতের প্রত্যাবর্তন।
৭৭ থেকে কমে ৪ মাসেই বিজেপি ৭২! ১ সপ্তাহের মধ্যে অবস্থান না জানালে ধরে নেব তৃণমূলে চলে গেছেন। দলত্যাগী ২ বিধায়ককে চিঠি শুভেন্দুর। শিশির-দিব্যেন্দু তো এখনও সাংসদ! কটাক্ষ পার্থর।
এবার কি ত্রিপুরা বিজেপিতে ভাঙন? এই নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয়। বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ রায় বর্মন। মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি। জিইয়ে রাখলেন তৃণমূলে যাওয়ার জল্পনা।
সন্ত্রাসের তদন্তে সিবিআই, এখনও কেন কাজ শুরুই করেনি সিট? কেন বিজ্ঞপ্তি-ও জারি করেনি রাজ্য সরকার? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলাকারী। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আদালতের।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নন্দীগ্রাম, দিনহাটা থেকে বীরভূমে সিবিআই। নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা। শান্তিনিকেতন থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক। মোট ৩১টি এফআইআর দায়ের।
ভ্যাকসিনের জন্য ধূপগুড়িতে ভোর থেকে লাইন, গেট খুলতেই হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত। মুর্শিদাবাদ মেডিক্যালেও বিশৃঙ্খলা।
ভ্যাকসিনের জন্য ভিড়, অশোকনগরে তৃণমূল নেতার হুমকি।
ভ্যাকসিনের জন্য জেলায় জেলায় চূড়ান্ত বিশঙ্খলা। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দিতে বললেন মুখ্যসচিব। টিকাকরণের আলাদা আলাদা সময় দিয়ে বিশেষ কুপন। কলকাতা মডেল চান ফিরহাদ।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। রাজ্যে একদিনে রেকর্ড ১২ লক্ষের ভ্যাকসিনেশন। দেশে ফের একদিনে ১ কোটি ভ্যাকসিনেশন।
এবার চাকরি দেওয়ার নামে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। দিনহাটা থানায় নিশীথের বিরুদ্ধে নালিশ। অভিযোগকারীর পাশে থাকার বার্তা উদয়নের। আগে প্রমাণ করুক, পাল্টা সায়ন্তন।
৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে লাগাতার ধর্না। বাড়িতেই বন্দি, ঢুকতে-বেরোতে পারছি না, নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি উপাচার্যের। শান্তিনিকেতন থানাতেও ই-মেল।
ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রীর কাছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিবাচক আলোচনা, মিলেছে আশ্বাস, জানালেন দেব। সহযোগিতার পথে হাঁটলে ভাল, মন্তব্য বিজেপির।
রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্য। আজই অবসর নিচ্ছেন বীরেন্দ্র। কেন্দ্রের কাছ থেকে এখনও তালিকা না আসায় দায়িত্বে ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ মালব্য।
WB News Live Updates: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় সিবিআই
বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআইয়ের ৩ সদস্যের দল। চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
WB News Live: উপনির্বাচন কি হতে পারে পুজোর আগেই?
রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কি হতে পারে পুজোর আগেই? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, যে কোনও সময়ে ঘোষণা হতে পারে ৭ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট। এই মর্মে রাজ্যকে তৈরি থাকতে বলেছে নির্বাচন কমিশন। আজ মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন কমিশনের আধিকারিক।
WB News Live Updates: 'ঋণ পেতে বাড়ির দলিল বন্ধক রাখতে বলছে ব্যাঙ্ক'
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পেতে বাড়ির দলিল বন্ধক রাখতে বলছে ব্যাঙ্ক, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠি দিলেন কালনার বাসিন্দা বি টেক পড়ুয়া। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, এমন কোনও নথি চাওয়া হয়নি।
WB News Live: স্মারকলিপি জমা দেওয়ার আগেই গ্রেফতার আন্দোলনকারীরা
সময়ে এসসসি পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার আগেই গ্রেফতার আন্দোলনকারীরা। বুধবার সল্টলেকের করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে জমায়েতের ডাক দেয় চাকরিপ্রার্থীদের একটি সংগঠন। জমায়েতের আগেই এলাকা ঘিরে ফেলে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীদের দাবি, বিক্ষোভ দেখাতে নয়, তাঁরা ডেপুটেশন দিতে এসেছিলেন।
WB News Live Updates: লক্ষাধিক কর্মসংস্থান দেউচা-পাচামিতে
লক্ষাধিক কর্মসংস্থান হবে দেউচা-পাচামিতে। ইথানলের উৎপাদন শুরু হলে কাজ পাবেন প্রায় ৫০ হাজার মানুষ। পানাগড়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লগ্নি কোথায়? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি।