LIVE UPDATES: যাদবপুরে কলা বিভাগে ৪টি পদেই জয়ী এসএফআই, ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফের জয়জয়কার, প্রথমবার লড়েই চমক এবিভিপি-র
LIVE
Background
যাদবপুর: আজ বেলা ১০টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ছাত্রভোটের গণনা। সিএএ-এনআরসি ইস্যুকে সামনে রেখে প্রায় ৩ বছর পর ছাত্রভোট হয়েছে যাদবপুরে। এই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি, ফলে ভোটের ফল নিয়ে উত্তেজনা অন্যান্যবারের থেকে বেশি।
আড়াই বছর পর ছাত্রভোটের দরজা খুলেছে রাজ্য। প্রায় ৩ বছর পর ভোট হল যাদবপুরে। সায়েন্স, আর্টস ও ইঞ্জিনিয়ারিং- তিনটি শাখায় গতকাল হয় নির্বাচন। তবে বিক্ষিপ্ত কিছু অভিযোগ উঠলেও বড় কোনও অশান্তি হয়নি। সাধারণ নির্বাচনের মতো পুলিশ দিয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের দিয়েই এদিন ভোটগ্রহণ হয়। পুলিশ ছিল ক্যাম্পাসের বাইরে।
এবারের ভোটে মূল প্রচারের বিষয় ছিল সেই সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি। পোস্টারে ব্যানারে এই দুই ইস্যুই বারবার উঠে এসেছে। এই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি। নিজেদের আশাবাদী বলে দাবি করেও তাদের বক্তব্য, লড়াই উন্নয়নের ইস্যুতে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সিএএ প্রভাব ফেলবে না। আবার তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, এনআরসি-সিএএর ভালই প্রভাব পড়েছে ভোটে, ছাত্রসমাজ এবিভিপিকে ছুঁড়ে ফেলবে।
তবে যাদবপুরে দীর্ঘদিন থেকে স্বাধীনচেতা ও বামপন্থী ছাত্র সংগঠনের দাপট। এবারও সেই ধারাবাহিকতার পুনরাবৃত্তিতে আশাবাদী এসএফআই।
প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় - এই চার বিশ্ববিদ্যালয়ে ভোটের ছাড়পত্র দিয়েছে সরকার। প্রেসিডেন্সিতে বিপুলভাবে জিতেছে এসএফআই। রবীন্দ্রভারতীতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ।
যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে এগিয়ে ডিএসএফ, প্রথমবার লড়ে এসএফআইকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে এবিভিপি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আর্টস বিভাগে এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ডব্লুটিআইয়ের।
যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফের জয়জয়কার, প্রথমবার লড়েই চমক এবিভিপি-র
যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি আসনেই জয় ডিএসএফ। দ্বিতীয় স্থানে এবিভিপি, তৃতীয় স্থানে এসএফআই এবং চতুর্থ স্থানে টিএমসিপি।