Lou Ottens: প্রয়াত ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স
টেপ রেকর্ডার বা ওয়াকম্যান, কানে হেডফোন-এখনকার প্রজন্মের কাছে তা ধূসর অতীতের ব্যাপার। কিন্তু বেশ কয়েক বছর আগে পর্যন্তও ওয়াকম্যান ও টেপ রেকর্ডারে গান বাজত ক্যাসেট টেপের সাহায্যে। এই অডিও ক্যাসেট টেপের আবিষ্কারক ল্যু ওটেন্স আর নেই। ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়েছে। তড়িৎচুম্বকীয় টেপ প্লেয়ার ও কম্প্যাক্ট ডিক্সের ধারণার উদ্ভাবক ডুইজেলে গত রবিবার নিজের বাসভবনে মারা গিয়েছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
নয়াদিল্লি: টেপ রেকর্ডার বা ওয়াকম্যান, কানে হেডফোন-এখনকার প্রজন্মের কাছে তা ধূসর অতীতের ব্যাপার। কিন্তু বেশ কয়েক বছর আগে পর্যন্তও ওয়াকম্যান ও টেপ রেকর্ডারে গান বাজত ক্যাসেট টেপের সাহায্যে। এই অডিও ক্যাসেট টেপের আবিষ্কারক ল্যু ওটেন্স আর নেই। ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়েছে। তড়িৎচুম্বকীয় টেপ প্লেয়ার ও কম্প্যাক্ট ডিক্সের ধারণার উদ্ভাবক ডুইজেলে গত রবিবার নিজের বাসভবনে মারা গিয়েছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
১৯২৬-এর ২১ জুন জন্ম ওটেন্সের। ইঞ্জিনিয়ারিংয়ে ছিল তাঁর গভীর আগ্রহ। কৈশোরেই একটা রেডি তৈরি করে ফেলছিলেন। জার্মানি যখন নেদারল্যান্ডস দখল করে নিয়েছিল, তখন রেডিও অরেঞ্জ ধরতে লুটেন্সের তৈরি রেডিও সেট ব্যবহার করতেন পরিবারের লোকজন। ওই যন্ত্রে ছিল এতটি ডিরেকশনাল অ্যান্টেনা। নাৎসি জমানার জ্যামার এড়ানোর জন্যই ওই অ্যান্টেনা ব্যবহার করেছিলেন তিনি।
যুদ্ধের পর ওটেন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫২-তে ফিলিপস কোম্পানিতে যোগ দেন। চাকরিতে যোগদানের পাঁচ বছর পর ওটেন্স বেলজিয়ামের হাসেল্টে কোম্পানির অডিও প্ল্যান্টের প্রোডাক্ট ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান হন। ১৯৬০-এ ওটেন্স ও তাঁর দল প্রথব পোর্টেবল টেপ রেকর্ডার তৈরি করেন এবং এর দু বছর পর তিনি সিডি-র আবিষ্কার করেন।
তৎকালীন এক ডাচ সংবাদমাধ্যমকে ওটেন্স বলেছিলেন, সিডি-র আওয়াজের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না।
১৯৬৩-তে ওটেন্স ও তাঁর দলের তৈরি ডিভাইস ইন্টারন্যাশনাল ফানকাসটেলাং-এ পেশ করা হয়। এটি ছিল বার্লিনে অডিও পণ্যের একটি ট্রেড এক্সিবিশন। তাঁদের ডিভাইস ওই এক্সিবিশনে ভূয়সী প্রশংসা অর্জন করে। সোনি ও ফিলিপসের সঙ্গে ওটেন্স পোর্টেবল টেপ রেকর্ডারের জন্য সুলভ মূল্যে ক্যাসেট উৎপাদনের চুক্তি করে ফেলেন। ফিলিপসের তথ্য অনুসারে, এরপর জাপানের উৎপাদকরা ওটেন্সের ধারনা নকল করে বিভিন্ন ফরম্যাটে বাজারগুলিতে মডেলের নকল পৌঁছে দেয়। ওটেন্স নিজে ১৯৮৬-তে অবসরের আগে বিশ্বজুড়ে প্রায় ১০০ বিলিয়ন ক্যাসেট টেপ বিক্রি করেছেন।
২০১৩-য় ক্যাসেট টেপ আবিষ্কারের ৫০ তম বার্ষিকীতে ওটেন্সের কাজকে সম্মান জানাতে ফিলিপস মিউজিয়ামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই সময় ওটেন্স বলেছিলেন, যখন সময় পেরিয়ে গিয়েছে, তখন তার অস্তিত্বও গিয়েছে।